কলি ও অর্জুন* ছবির গান মুক্তি পেল ইউ টিউবে :
বিশ্ব সংগীত দিবসের শুভংকর ভৌমিক পরিচালিত কলি ও অর্জুন ছবির গান "কেউ আসছে বহু দূরে,,," মুক্তি পেল ইউ টিউবে।
ড্রিম মেকlর্স প্রযোজিত, সৌমিত্র কুন্ডু সুরারোপিত, গৌতম সুস্মিতের গীতরচনায় এই গানটি গেয়েছেন সুজয় ভৌমিক ও মৌমিতা ভৌমিক।
ঝাড়খণ্ড এর মনোরম লোকেশনে এই গানটিতে লিপ দিয়েছেন রাজ, ইন্দ্রানী দত্ত,খরাজ মুখার্জী, সুভদ্রা মুখার্জী, সাইফ। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি আগামী মাসের ৮ তারিখে মুক্তি পেতে চলেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন