জৈষ্ঠ্য মাসে মা মঙ্গল চন্ডীপূজোয় চন্ডীতলা মন্দিরে ভক্তের ঢলঃ
আজ জৈষ্ঠ্য মাসের শেষ মঙ্গলবার তাই আজ সকাল থেকে সুভাষগ্রাম চন্ডীতলা চন্ডীমন্দিরে ভক্তের ঢল নেমেছে। এদিন সকাল থেকে মা মঙ্গলচন্ডীকে দর্শন করে পূজো দেবার জন্য মন্দির প্রাঙ্গণে ভক্তদের লাইন ছিল চোখে পড়ার মতো। মহিলাদের লাইন এতটাই লম্বা হয়ে যায় যে মন্দির প্রাঙ্গন ছাড়িয়ে তা রাস্তায় চলে আসে। তবে এদিন মন্দিরে আগত দর্শনার্থীরা যাতে কোন রকম অসুবিধা না পরেন তার জন্য যথেষ্ট পরিমানে সেচ্ছাসেবক ছিল। দর্শনার্থীদের জন্যে জলছত্রের ব্যবস্থা করা হয়। এদিন পূজো উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে মেলা বসেছে। মন্দিরের পূজোর পালার দায়িত্বে থাকা গৌরব চ্যাটার্জী ও বাবুলাল দেবনাথ জানান করোনা পরবর্তীতে এই বছর দর্শনার্থীরা ভক্তিভরে মায়ের দর্শন করতে পারছেন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন