মুক্তি পেল বাংলা ছবি রোহিণী

সম্প্রতি মুক্তি পেয়ে গেলো মৃত্যুঞ্জয় ভক্ত পরিচালিত বাংলা হরর রোমান্টিক ছবি রোহিণী। 

কলশ্রী অ্যার্ট এন্ড ফিল্মস প্রেজেন্টস এই রোহিণী ছবি জুড়ে আছে রোমহর্ষক কাহিনীর খন্ড চিত্র । দেবাশীষ দাস প্রযোজিত বাংলা ছবি রোহিণী এবার থেকে দেখা যাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে  । 

বহুদিন পর একেবারে ভিন্ন স্বাদের ছবি নিয়ে মুক্তি পেলো রোহিণী। করণার গ্রাসে এই ছবির অনেক অভিনেতা প্রয়াত হয়েছেন। তার জেরে বহু তাল বাহানার মাঝে মুক্তি পেলো মৃত্যুঞ্জয় ভক্ত পরিচালিত বাংলা হরর রোমান্টিক ছবি রোহিণী। এদিন কলকাতার নজরুল তীর্থের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ছবিটি। রোহিণী দেখে খুব খুশি দর্শকেরা ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**