ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেল চন্দন :

কলকাতার রেঙ্গার্স ক্লাবে আয়োজিত হয়ে গেল "ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড ২০২২"।বিধায়ক দেবাশীষ কুমারের উপস্থিতিতে  " মার্শাল আর্টস অথরিটি অফ ইন্ডিয়ার " উদ্যোগে জুডো ক্যারাটে কৃতীদের এই *ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড* প্রদান প করা হয় আন্তর্জাতিক তাইকুন্ড চ্যাম্পিয়ন শিপে সোনা জয়ের জন্য "হল অফ ফেম" পুরস্কারে ভূষিত হন বেলঘরিয়ার চন্দন ঘোষ।
এদিনের অনুষ্ঠানে মার্শাল আর্ট এর বহু প্রশিক্ষক ও ক্রিয়াবিদরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**