প্রভাতফেরির মাধ‍্যমে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করল পৌরপিতা মিলন সরকারঃ


আজ পঁচিশে বৈশাখ  আজ  বাঙালির  আবেগের  বিশ্বকবি  রবীন্দ্রনাথ  ঠাকুরের জন্মদিবস। সারা জেলার পাশাপাশি এদিন সুভাষগ্রামের একুশ নং ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকারের উদ্যোগে  কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হল। এদিন সকালে রবীঠাকুরের  মূর্তীতে মাল‍্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন পৌরপিতা মিলন সরকার। এদিন  নাচেগানে জমজমাট  এক প্রভাতফেরির  আয়োজন করা হয় যা সারা ওয়ার্ডে   প্রদক্ষীন করে। এদিন ছোটছোট শিশুদের  নিয়ে প্রভাতফেরিতে সামনের সারিতে এক মনোরম নৃত‍্যানুষ্ঠানের আয়োজন  করা হয়। এদিন পৌরপিতা মিলন সরকার বলেন রবীন্দ্রনাথ  ঠাকুরের  আদর্শ তার লেখনীধারাকে পাথেয়  করে আমাদের  জীবন কে গড়ে তোলা উচিত। 
এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন স্থানীয় ওয়ার্ড সভাপতি  অভিজিৎ রায়। তিনি বলেন  রবীন্দ্রনাথ  ঠাকুরের  আদর্শকে উচিত যুব সমাজে আদর্শ করে তোলা। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**