মরোণত্তর দেহ দানে নজীর গড়লেন সুভাষগ্রামের তরুণীঃ

 উপলক্ষ্য ছিল নিজের জন্মদিন আর সেই  দিনে মরোণোত্তর দেহ দানের মাধ্যমে  নজীর গড়লেন সুভাষগ্রাম কোদালিয়ার বাসিন্দা   তরুণী  পায়েল ব‍্যানার্জী। তিনি আমাদের মুখোমুখি  হয়ে জানান দেহ দানের মাধ্যমে  তিনি সমাজের কাছে একটাই  বার্তা দিতে চান মানুস মানুষের  জন‍্য। তিনি বলেন দেহদান করেও মৃত্যুর  পর অন‍্য কোন ব‍্যাক্তির মধ‍্যে দিয়ে  বেচে থাকা  যায় আর তিনি এভাবেই  সারাজীবন  বেচে থাকতে চান কোন অসহায়  মানুষের মধ‍্যে দিয়ে। পায়েল নিজে স্নেহ  নামে একটি সেচ্ছাসেবী  সংস্থা চালান যারা ভবঘুরে মানুষের  ওপর কাজ করে। 
পায়‍েল জন‍্য তার এই মহৎ  উদ্যোগে তিনি পরিবারকে সবসময়  পাশে পেয়েছেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**