এইচ আর এডুকেশন মিট '22*

কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট সম্প্রতি  আয়োজিত হল "তৃতীয়  ন্যাশনাল এইচআর কনক্লেভ ২০২২" অনুষ্ঠিত  কলকাতার একটি পাঁচতারা হোটেলে।  
তৃতীয় ন্যাশনাল এইচআর কনক্লেভের  বিষয় "ছিল  মহামারীর পরবর্তী সময়ে কর্মসংস্থানের সুযোগ ও পরিস্তিতির পর্যালোচনা"
 উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ৫০টিরও অধিক নামী কোম্পানির মানব সম্পদ উন্নয়ন  বিষয়ক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।  এন এইচ আর ডি, সহ অন্যান্য সংস্থার  বিশিষ্টরা ।কে ই আই এর সভাপতি টিপম ভট্টাচার্য এবং সম্পাদক  উমা ভট্টাচার্য  ২০০৪ এ বপন করা কে, ই, আই নামের ছোট্ট চারাগাছ টিকে লালন করে চলেছেন আজও ছাত্র-ছাত্রীদের  জীবনে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে।  এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য 'ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের' মধ্যে সম্পর্ক স্থাপন ,অবশ্যই ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নের লক্ষ্যে এবং তাদের শিল্প ও বানিজ্যর  চাহিদা অনুযায়ী হাতে কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে গড়ে তোলার উদ্দেশ্যে। যাতে তারা বর্তমান সময়ের সাথে মানব সম্পদের উপযুক্ত ব্যবহার করতে পারে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**