বরানগর সিপিআইএমের পক্ষ থেকে স্মরণে স্মরণ সভা :


বরানগর সিপিআই(এম)  পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয় তিনজন সিপিএম কর্মীর স্মরণে l ধীরেন বসু ,সমর ভট্টাচার্য ,সুজয় ভট্টাচার্য স্মরণ সভা অনুষ্ঠিত হয় l নেতাজী কলোনি মোহন গার্লস স্কুলের সামনে এই স্মরণ সভা l  

এই সভায় বক্তব্য রাখেন কিশোর গাঙ্গুলী সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য, শানু রায় সিপিএম উত্তর জেলা কমিটির সদস্য, অশোক ভট্টাচার্য সিপিএম উত্তর জেলা কমিটির সদস্য এবং মূল বক্তা হিসেবে ছিলেন সিপিআই(এম) উত্তর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তনময় ভট্টাচার্য এবং এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন আশিশ দেব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**