কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের ঘটনাস্থল পরিদর্শ করলেন মৃত সৌমেন দাসের আইনজীবী :

https://fb.watch/cV83ArIlJW/
২০২০ সালে চাল দান কে কেন্দ্র করে মৃত্যু হয় সৌমেন দাস এর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গ্রেফতার হল কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল  কাউন্সিলার  রুপালী সরকার। রুপালী সরকার গ্রেপ্তারের পর সৌমেন দাসের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, আকাশদীপ মুখার্জি, এবং বিপ্লব তালুকদার , সৌমেন দাসের মায়ের সাথে দেখা করলেন ।
 আইনজীবিকে দেখে কান্নায় ফেটে পড়লেন সৌমেন দাস এর মা । সৌমেন দাসের মাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন সৌমেন দাস এর আইনজীবী ।সব্যসাচী চ্যাটার্জী জানান দীর্ঘ লড়াইয়ের অবশেষে  রুপালী সরকার গ্রেপ্তার । 
এখনো যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে আইনি প্রসেসে গ্রেপ্তার করা হবে । এছাড়া তিনি বলেন সৌমেনের পরিবারকে যারা ভয় দেখাচ্ছেন তাদেরকে ছাড়া হবে না আইনিভাবে তাদেরকে সাবধান করা হচ্ছে । এছাড়া যতক্ষণ না মৃত সৌমেনের দোষীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত আইনি লড়াই চালু থাকবে। রুপালী সরকার গ্রেপ্তারে খুশি সৌমেনের মা ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**