পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কোরনা ভ্যাকসিন নেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে বৃদ্ধ-বৃদ্ধা :

ছবি
করোনাভাইরাসে যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে তার হাত থেকে সামরিক রক্ষা পাওয়ার জন্য করোনা ভাইরাস প্রতিষেধক যে এসেছে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে তা প্রয়োগের কর্মসূচি গ্রহণ করেন সরকারের পক্ষ থেকে l প্রথম প্রতিষেধক দেওয়া হয় l এর পরে দ্বিতীয়বার প্রতিষেধক দেওয়ার কথা জানায় সরকারের পক্ষ থেকে l সেই অনুযায়ী বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা গতকাল থেকে ভোর চারটে থেকে লাইন দিয়ে সোদপুর  স্টেশন রোডে উপর লোকসংস্কৃতি ভবনে মানুষ লাইন দিয়ে দাঁড়ায় l তার পরে বলা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভ্যাকসিন নেই l বলেন ভ্যাকসিন দেওয়া যাবে না l তখন সেই বয়স্ক মানুষেরা সোদপুর স্টেশন রোড অবরোধ করে l এই অবরোধ প্রায় ৪০ মিনিট ধরে চলে l  একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে যানজট হয়ে যায় l খড়দা থানা পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ বয়স্ক মানুষেরা তুলে নেয় l এই অবস্থা দিয়ে আবার প্রমানিত হয় রাজ্য সরকার এবং পৌরস ভাগুলোর বেহাল পরিস্থিতি l এইরকম একটি রোগের ভ্যাকসিন দেওয়া নিয়ে প্রশাসনের দুর্বলতা অবশ্যই প্রকাশ হচ্ছে l স্বাস্থ্যব্যবস্থা পরিকাঠামো  যে ভেঙে পড়েছে...

ধানকল মোড়ে তৃণমূল ও বিজেপি মধ্যে ব্যাপক বোমাবাজি :

ছবি
ষষ্ঠ বিধানসভা নির্বাচনের একেবারে শেষলগ্নে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকিনাড়া ধানকল মোড়ে তৃণমূল ও বিজেপি মধ্যে ব্যাপক বোমাবাজি। এই বোমাবাজির ঘটনায় তিনজন স্থানীয় বাসিন্দা জখম হয়েছে। তাদেরকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এলাকা এই ঘটনায় সাধারণমানুষ ভীত l এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে l

ষষ্ঠ নির্বাচনে খড়দহে দুষ্কৃতীদের দাদাগিরি :

ছবি
খরদা বিধানসভা এবং ব্যারাকপুর বিধানসভার সংযোগস্থলে টিটাগর পৌরসভার ১৫ নম্বর এবং ২২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল কে,এস দেশবন্ধু পল্লী তিন নম্বর লাইন ২১৫ ,২১৫ এ ২২৬ ও ২২৫ নম্বর বুথ একই স্কুলে দুপুর ১.৪৫ মিনিট নাগাদ আচমকাই প্রায় ৮ থেকে ১২ জন মুখ ঢাকা অবস্থায় এসে দুটি জায়গায় বোম মারে l প্রায় আটটি বোম দুটি জায়গায় দুষ্কৃতীরা মারে l  এই বোমের আঘাতে প্রায় ৮ জন আহত হয় l তাদের কে ব্যারাকপুর মহকুমা বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় l কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় l দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় l একজন গুরুতর জখম তার নাম সোমনাথ সাউ  l তার দুটি বুকে সেলাই পড়ে l  বুকে বোমের স্পিংটার লাগে l তারমধ্যে একটি শিশু নাম পরি দাস ডাকনাম মধু দাস  বয়স ৭ বছর l বাবার নাম শিব শংকর দাস l শিশুটির মুখে বোমের স্পিন্টার লাগে l তাকে বিএন বোস হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করানো হয় l এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় l তার পরে বিরাট পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী আসে নির্বাচন কমিশনের লোক ঘটনাস্থলে আসে l খড়দহ থানার পুলিশ বির...

নির্বাচনের পরে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে পানিহাটিতে সংযুক্তা মোর্চার পক্ষ থেকে শান্তি ফিরে আনার দাবিতে মহা মিছিল :

ছবি
নির্বাচন শেষ হতে নির্বাচনের দিন রাতের থেকেই পানিহাটি জুড়ে বিভিন্ন জায়গায় বোমাবাজি শুরু হয় ও রাজনৈতিক আক্রমণ শুরু হয়  l পানিহাটির মানুষ আতঙ্কিত হয়ে পড়ে l এই বোমাবাজি তৃণমূল এবং বিজেপি মধ্যে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয় l তার ফলে পানিহাটি জুড়ে পানিহাটি সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে l এই বোমাবাজি রাজনৈতিক আক্রমণ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পানিহাটির জুড়ে শান্তির দাবিতে মহা মিছিল সংঘটিত করল পানিহাটি বামফ্রন্ট এবং পানিহাটি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে l  এই মহা মিছিল শুরু হয় অমরাবতী মোড় থেকে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোদপুর স্টেশন রোড হয়ে বি টি রোড দিয়ে স্বদেশী মরে শেষ হয় l এই মহা মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের এবং পানিহাটি সংযুক্ত মোর্চার আহবায়ক দুলাল চক্রবর্তী l পানিহাটি বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী তাপস মজুমদার l সিপিআই(এম )জেলা কমিটির ২ সদস্য শুভব্রত চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য l আর এস পির রাজ্য নেতৃত্ব পঙ্কজ দাস lফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব স্বপন দাস l সি পি আই নেতৃত্ব কল্যান ঘোষ দস্তিদ...

নির্বাচন শেষ না হতেই রাজনৈতিক প্রতি হিংসা বরানগরে সিপিআই(এম) কর্মীদের উপর :

ছবি
১৭ তম বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজনৈতিক হিংসা উত্তাল হল পানিহাটি কামারহাটি l এবার রাজনৈতিক হিংসা রাজনৈতিক আক্রমণে উত্তাল হল বরানগর l ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার অন্তর্গত ১২  নম্বর ওয়ার্ডে মতিলাল চ্যাটারজি স্ট্রিট অঞ্চলে l গতকাল রাতে ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনচিতা দে উপস্থিতি এবং তার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে এসে আক্রমণ চালায় l প্রথমে গণশক্তি পত্রিকা দুটি ভাঙ্গা হয় l এরপর সিপিআই(এম ) বরানগর এরিয়া কমিটি সদস্য তাপস সাহা আক্রমণ করা হয় l তার হাত ভেঙে দেওয়া হয় l তার সাথে সিপিআই(এম )সদস্য নীলাঞ্জন ভট্টাচার্য্য তাকে আক্রমণ করা হয় l তার ঘাড়ে এবং হাতে লাগে  l ডি ওয়াই এফ আই কর্মী তনময় ব্যানার্জি তার বাড়িতে গিয়ে তার খোঁজ করা হয় এবং অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়া হয় l সে ভয় বাড়িছাড়া হয়ে রয়েছে l পরে আক্রান্ত কর্মীরা রাতে বরানগর রাজ্য সাধারণ হাসপাতাল দুজন সিপিআই(এম) সদস্য চিকিৎসা করা হয় এবং বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয় l এই ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় গোপাল লাল ঠাকুর রোড নবীন...

*সিনেমাপ্রেমীদের জন্য মুক্তিপেল "পাগলী তোর জন্য*"

ছবি
কলকাতার  বিখ্যাত এক প্রমোটারের  একমাত্র আদরের মেয়ে রিয়া বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনার সম্মুখীন হয়। পাহাড়ে এক গভীর খাদে সে আটকে যায়। অচৈতন্য অবস্থায় স্থানীয় এক খবরের কাগজ বিক্রেতা কানাই  অচৈতন্য রিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার জানায় রিয়ার জ্ঞান ফিরলেও সে তার সব পুরানো স্মৃতি ভুলে গেছে।  রিয়াকে নিয়ে কানাই পড়ে মহাবিপদে। সে ভেবে পায় না রিয়াকে নিয়ে কি করবে? রিয়ার শেষ পরিণতি কি হয়েছিল তাই নিয়ে বাংলা ছবি "পাগলী তোর জন্য"।   শুক্রবার শিয়ালদহ ছবিঘর সিনেমাহলে এই ছবির প্রিমিয়ার শো হয়ে গেল। এদিন উপস্থিত ছিল ছবির কলাকুশলীরা।  সানরাইজ মুভিজের প্রথম নিবেদন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তি পেল এক মিষ্টি প্রেমের ছবি *"পাগলী তোর জন্য"*।  ছবির চিত্রগ্রহন করেছেন পার্থ রক্ষিত। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অশোক দাস। ছবিতে গানগুলো গেয়েছেন শান, আকৃতি কক্কড়,রাঘব চ্যাটার্জী, সপ্তক এবং স্বাগতা।  ছবিতে অভিনয় করেছেন অরুন ব্যানার্জী, রমেন রায় চৌধুরী, গৌরীনাথ ব্যানার্জী, জয় গাঙ্গুলি, রাজু, রিন্টু...

কামারহাটি তে সায়নদ্বীপ মিএ সমর্থনে বাম নেতা মোহাম্মদ সেলিম :

ছবি
১৭ তম বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ভারতের জাতীয় কংগ্রেস এবং আই এস এফ সংযুক্তা মোর্চার মনোনীত কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম )প্রার্থী  সায়নদ্বীপ মিত্রের সমর্থনে জনসভা  কামারহাটি লোহা গেটে l এই জনসভায় সভাপতিত্ব করেন ঝন্টু মজুমদার l উপস্থিত ছিলেন সিপিআই(এম ) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার l প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিআই(এম)  পলিটব্যুরোর সদস্য এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম l বক্তব্য রাখেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি l জাতীয় কংগ্রেসের পক্ষে দিব্যেন্দু মিত্র এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়নদ্বীপ মিত্র l প্রত্যেকের বক্তব্যর মধ্যে উঠে আসে বিজেপি এবং তৃণমূল দুজনেই একজন দেশ বিক্রি করছে আরেক জন রাজ্য বিক্রি করছে l কামারহাটি তে যে সন্ত্রাস তোলাবাজি গুন্ডামি মিথ্যে প্রতিশ্রুতি তার বিরুদ্ধে রায় দিতে হবে রাজ্য এবং দেশ...

বরানগর সংযুক্ত মোর্চা প্রার্থী অমল মুখোপাধ্যায় সমর্থনে মানিক সরকার :

ছবি
বরানগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও আইএসএফ সংযুক্ত মোর্চা জাতীয় কংগ্রেস প্রার্থী  অমল মুখোপাধ্যায় সমর্থনে বরানগর দর্জি পাড়া মাঠে জনসভা l প্রধান বক্তা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআই(এম )পলিটব্যুরোর সদস্য মানিক সরকার l জাতীয় কংগ্রেসের নেতা এবং বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ l সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য ও কিশোর গাঙ্গুলী l এই জনসভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম )উ: ২৪পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শানু রায় l এছাড়াও বক্তব্য রাখেন বরানগর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট আইনজীবী অমল মুখোপাধ্যায় l

কলকাতা প্রেস ক্লাবে আত্মপ্রকাশ হলো চন্দন ফুড প্রোডাক্ট :

ছবি
বর্তমানে কর্মব্যস্ততার ফলে আমরা যেসমস্ত খাবার খেয়ে থাকি তা কতটা স্বাস্থ্যকর ও পুষ্টিকর সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়। মানুষের সম্পূর্ণ জীবনটা প্রকৃতি নির্ভর আর সেই  প্রাকৃতিক সম্পদকে ভর করেই চন্দন ফুড প্রোডাক্ট বাজারে নিয়ে এলো আটা,ছাতু, বেসন সহ তিন ধরনের প্রোডাক্ট। । এই খাদ্য সামগ্রী তৈরি হয়ে সম্পূর্ণ ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ আইনানুযায়ী। বুধবার কলকাতা প্রেস ক্লাবে  আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলোচন্দন ফুড প্রোডাক্টস।   কলকাতা এবং পশ্চিমবঙ্গের সর্বত্র পাওয়া যাবে ১০০ গ্রাম,২৫০গ্রাম ৫০০ গ্রাম,১ কিলো এবং ২৫ কিলো  প্যাকেটে মিলবে আটা, ছাতু, বেসন যা  পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। এই প্রোডাক্ট শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে বলে জানান চন্দন ফুড প্রোডাক্টের কর্ণধার অমরেন্দ্র সিং। তিনি আরও জানান সস্তায় পুষ্টিকর খাদ্য দিতে তার একমাত্র লক্ষ্য। তিনি জানান  প্রোডাক্টের গুণগত মানের সঙ্গে আপোষ করে না চন্দন ফুড প্রোডাক্ট। এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা মডেল জিনিয়া মুখার্জী,বিক্রম মিত্র ও বরুন মৈত্র সহ অন্যান্যরা। ...

পানিহাটি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা কংগ্রেস প্রার্থীর তাপস মজুমদার এর সমর্থনে অধীর চৌধুরী মহা মিছিল :

ছবি
পানিহাটি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা কংগ্রেস প্রার্থীর তাপস মজুমদার এর সমর্থনে অধীর চৌধুরী মহা মিছিল l এই মহামিছিলে পা মেলান পানিহাটি বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার আহ্বায়ক দুলাল চক্রবর্তী l সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য এবং সি আই টি ইউ উত্তর জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জী l সিপিআই(এম) উত্তর জেলা কমিটির ২ জন অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী সহ বামফ্রন্টের নেতা l  ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলার নেতা স্বপন দাস l আর এস পির রাজ্য নেতৃত্ব পঙ্কজ দাস l জাতীয় কংগ্রেসের নেতা অভিজিৎ রায় চৌধুরী সহ জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মী-সমর্থকরা l রাস্তার দু'পাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে অধীর চৌধুরী এবং তাপস মজুমদার এর সাথে পরিচিত হন l

কামারহাটি শিরোনামে ভোট প্রচারে সায়নদ্বীপ মিত্র :

ছবি
বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম )প্রার্থী সায়ানন্দীপ মিত্রের সমর্থনে কামারহাটি অঞ্চলের বামফ্রন্ট জাতীয় কংগ্রেস যৌথ কেন্দ্রীয় মিছিল l আড়িয়াদহ ৪৩ নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এই মিছিল l আড়িয়াদহ বিভিন্ন অঞ্চল ঘুরে কামারহাটি হয়ে কামারহাটি গ্রাম রোড হয়ে বিটি রোড কামারহাটি ২৩০ বাসস্ট্যান্ডে এই বর্ণাঢ্য কেন্দ্রীয় মিছিল শেষ হয় l  এই মিছিলে উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সিপিআই(এম) উত্তর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি l সিপিআই(এম )উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার ও প্রদীপ মজুমদার l জাতীয় কংগ্রেসের দিব্যেন্দু মিত্র, কল্লোল মুখার্জি l সি পি আই জেলা কমিটির সম্পাদক সহ ছাত্র যুব মহিলা এবং জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা এই কেন্দ্রীয় মিছিলে পা মেলান l মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেন l