*সিনেমাপ্রেমীদের জন্য মুক্তিপেল "পাগলী তোর জন্য*"

কলকাতার  বিখ্যাত এক প্রমোটারের  একমাত্র আদরের মেয়ে রিয়া বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনার সম্মুখীন হয়। পাহাড়ে এক গভীর খাদে সে আটকে যায়। অচৈতন্য অবস্থায় স্থানীয় এক খবরের কাগজ বিক্রেতা কানাই  অচৈতন্য রিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার জানায় রিয়ার জ্ঞান ফিরলেও সে তার সব পুরানো স্মৃতি ভুলে গেছে।  রিয়াকে নিয়ে কানাই পড়ে মহাবিপদে। সে ভেবে পায় না রিয়াকে নিয়ে কি করবে? রিয়ার শেষ পরিণতি কি হয়েছিল তাই নিয়ে বাংলা ছবি "পাগলী তোর জন্য"।
  শুক্রবার শিয়ালদহ ছবিঘর সিনেমাহলে এই ছবির প্রিমিয়ার শো হয়ে গেল। এদিন উপস্থিত ছিল ছবির কলাকুশলীরা।  সানরাইজ মুভিজের প্রথম নিবেদন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তি পেল এক মিষ্টি প্রেমের ছবি *"পাগলী তোর জন্য"*।

 ছবির চিত্রগ্রহন করেছেন পার্থ রক্ষিত। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অশোক দাস। ছবিতে গানগুলো গেয়েছেন শান, আকৃতি কক্কড়,রাঘব চ্যাটার্জী, সপ্তক এবং স্বাগতা।  ছবিতে অভিনয় করেছেন অরুন ব্যানার্জী, রমেন রায় চৌধুরী, গৌরীনাথ ব্যানার্জী, জয় গাঙ্গুলি, রাজু, রিন্টু, অনামিকা সাহা,স্বান্তনা বসু, নবাগতা হিমিকা এবং নবাগত সুরাজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **