কামারহাটি তে সায়নদ্বীপ মিএ সমর্থনে বাম নেতা মোহাম্মদ সেলিম :

১৭ তম বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ভারতের জাতীয় কংগ্রেস এবং আই এস এফ সংযুক্তা মোর্চার মনোনীত কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম )প্রার্থী  সায়নদ্বীপ মিত্রের সমর্থনে জনসভা  কামারহাটি লোহা গেটে l এই জনসভায় সভাপতিত্ব করেন ঝন্টু মজুমদার l উপস্থিত ছিলেন সিপিআই(এম ) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার l প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিআই(এম) 

পলিটব্যুরোর সদস্য এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম l বক্তব্য রাখেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি l জাতীয় কংগ্রেসের পক্ষে দিব্যেন্দু মিত্র এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়নদ্বীপ মিত্র l

প্রত্যেকের বক্তব্যর মধ্যে উঠে আসে বিজেপি এবং তৃণমূল দুজনেই একজন দেশ বিক্রি করছে আরেক জন রাজ্য বিক্রি করছে l কামারহাটি তে যে সন্ত্রাস তোলাবাজি গুন্ডামি মিথ্যে প্রতিশ্রুতি তার বিরুদ্ধে রায় দিতে হবে রাজ্য এবং দেশকে রক্ষা করতে সংযুক্ত মোর্চার প্রার্থী সায়নদ্বীপ মিত্রকে বিপুল ভোটে জয় যুক্ত করতে হবে l এই সবার থেকে মোহাম্মদ সেলিম বলেনন বিজেপি যদি সরকারের আসে তারা এনআরসি চালু করবে l তাই বিজেপিকে হারাতে হবে l মোহাম্মদ সেলিম বলেন দুই সরকার মানুষকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন l 

একজন তেলেভাজা শিল্পের কথা বলেছেন আরেক জন পোখরা  শিল্পের কথা বলেছেন l বেকার যুবকদের কর্মসংস্থান কথা কেউ বলছে না l একমাত্র সংযুক্ত মুদ্রা বেকার যুবকদের কর্মসংস্থান দাবি  তুলছে l এবারে সংযুক্ত মোর্চা নতুন প্রার্থীরাই এবারের একুশে নির্বাচনে খেলা দেখাবে l দিদি আগের থেকেই খেলতে গিয়ে পা ভেঙে ফেলেছে l তিনি এও বলেন এবার একুশে  সংযুক্তা মোর্চা সরকার গঠন করবে বললেন মোহাম্মদ সেলিম কামারহাটি জনসভা থেকে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **