কলকাতা প্রেস ক্লাবে আত্মপ্রকাশ হলো চন্দন ফুড প্রোডাক্ট :



বর্তমানে কর্মব্যস্ততার ফলে আমরা যেসমস্ত খাবার খেয়ে থাকি তা কতটা স্বাস্থ্যকর ও পুষ্টিকর সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়। মানুষের সম্পূর্ণ জীবনটা প্রকৃতি নির্ভর আর সেই  প্রাকৃতিক সম্পদকে ভর করেই চন্দন ফুড প্রোডাক্ট বাজারে নিয়ে এলো আটা,ছাতু, বেসন সহ তিন ধরনের প্রোডাক্ট। । এই খাদ্য সামগ্রী তৈরি হয়ে সম্পূর্ণ ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ আইনানুযায়ী। বুধবার কলকাতা প্রেস ক্লাবে  আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলোচন্দন ফুড প্রোডাক্টস।   কলকাতা এবং পশ্চিমবঙ্গের সর্বত্র পাওয়া যাবে ১০০ গ্রাম,২৫০গ্রাম ৫০০ গ্রাম,১ কিলো এবং ২৫ কিলো 


প্যাকেটে মিলবে আটা, ছাতু, বেসন যা  পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। এই প্রোডাক্ট শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে বলে জানান চন্দন ফুড প্রোডাক্টের কর্ণধার অমরেন্দ্র সিং। তিনি আরও জানান সস্তায় পুষ্টিকর খাদ্য দিতে তার একমাত্র লক্ষ্য। তিনি জানান  প্রোডাক্টের গুণগত মানের সঙ্গে আপোষ করে না চন্দন ফুড প্রোডাক্ট। এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা মডেল জিনিয়া মুখার্জী,বিক্রম মিত্র ও বরুন মৈত্র সহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **