কোরনা ভ্যাকসিন নেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে বৃদ্ধ-বৃদ্ধা :

করোনাভাইরাসে যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে তার হাত থেকে সামরিক রক্ষা পাওয়ার জন্য করোনা ভাইরাস প্রতিষেধক যে এসেছে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে তা প্রয়োগের কর্মসূচি গ্রহণ করেন সরকারের পক্ষ থেকে l প্রথম প্রতিষেধক দেওয়া হয় l এর পরে দ্বিতীয়বার প্রতিষেধক দেওয়ার কথা জানায় সরকারের পক্ষ থেকে l সেই অনুযায়ী বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা গতকাল থেকে ভোর চারটে থেকে লাইন দিয়ে সোদপুর  স্টেশন রোডে উপর লোকসংস্কৃতি ভবনে মানুষ লাইন দিয়ে দাঁড়ায় l তার পরে বলা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভ্যাকসিন নেই l বলেন ভ্যাকসিন দেওয়া যাবে না l তখন সেই বয়স্ক মানুষেরা সোদপুর স্টেশন রোড অবরোধ করে l এই অবরোধ প্রায় ৪০ মিনিট ধরে চলে l




 একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে যানজট হয়ে যায় l খড়দা থানা পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ বয়স্ক মানুষেরা তুলে নেয় l এই অবস্থা দিয়ে আবার প্রমানিত হয় রাজ্য সরকার এবং পৌরস ভাগুলোর বেহাল পরিস্থিতি l এইরকম একটি রোগের ভ্যাকসিন দেওয়া নিয়ে প্রশাসনের দুর্বলতা অবশ্যই প্রকাশ হচ্ছে l স্বাস্থ্যব্যবস্থা পরিকাঠামো  যে ভেঙে পড়েছে l তার ফলস্বরূপ এই ধরনের ঘটনা lএকদিকে অক্সিজেনের অভাব অন্যদিকে হাসপাতালগুলোতে বেডের অভাব l আর মানুষ ভ্যাকসিন নিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে l এই অবস্থা থেকে কত দিনে মধ্যে রাজ্যের মানুষ উদ্ধার হবে দেখার বিষয় সেটাই l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**