ধানকল মোড়ে তৃণমূল ও বিজেপি মধ্যে ব্যাপক বোমাবাজি :

ষষ্ঠ বিধানসভা নির্বাচনের একেবারে শেষলগ্নে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকিনাড়া ধানকল মোড়ে তৃণমূল ও বিজেপি মধ্যে ব্যাপক বোমাবাজি। এই বোমাবাজির ঘটনায় তিনজন স্থানীয় বাসিন্দা জখম হয়েছে। তাদেরকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এলাকা এই ঘটনায় সাধারণমানুষ ভীত l এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**