নির্বাচনের পরে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে পানিহাটিতে সংযুক্তা মোর্চার পক্ষ থেকে শান্তি ফিরে আনার দাবিতে মহা মিছিল :

নির্বাচন শেষ হতে নির্বাচনের দিন রাতের থেকেই পানিহাটি জুড়ে বিভিন্ন জায়গায় বোমাবাজি শুরু হয় ও রাজনৈতিক আক্রমণ শুরু হয়  l পানিহাটির মানুষ আতঙ্কিত হয়ে পড়ে l এই বোমাবাজি তৃণমূল এবং বিজেপি মধ্যে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয় l তার ফলে পানিহাটি জুড়ে পানিহাটি সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে l এই বোমাবাজি রাজনৈতিক আক্রমণ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পানিহাটির জুড়ে শান্তির দাবিতে মহা মিছিল সংঘটিত করল পানিহাটি বামফ্রন্ট এবং পানিহাটি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে l


 এই মহা মিছিল শুরু হয় অমরাবতী মোড় থেকে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোদপুর স্টেশন রোড হয়ে বি টি রোড দিয়ে স্বদেশী মরে শেষ হয় l এই মহা মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের এবং পানিহাটি সংযুক্ত মোর্চার আহবায়ক দুলাল চক্রবর্তী l পানিহাটি বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী তাপস মজুমদার l সিপিআই(এম )জেলা কমিটির ২ সদস্য শুভব্রত চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য l আর এস পির রাজ্য নেতৃত্ব পঙ্কজ দাস lফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব স্বপন দাস l সি পি আই নেতৃত্ব কল্যান ঘোষ দস্তিদার l প্রাক্তন প্রধান শিক্ষক আর এস পি নেতা দিলীপ দে l জাতীয় কংগ্রেসের দুই নেতৃত্ব অভিজিৎ রায় চৌধুরী ও সুজিত দেব l এই মিছিল থেকে একটাই দাবি এলাকায় শান্তি ফিরে আনা হোক l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **