নির্বাচন শেষ না হতেই রাজনৈতিক প্রতি হিংসা বরানগরে সিপিআই(এম) কর্মীদের উপর :

১৭ তম বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজনৈতিক হিংসা উত্তাল হল পানিহাটি কামারহাটি l এবার রাজনৈতিক হিংসা রাজনৈতিক আক্রমণে উত্তাল হল বরানগর l ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার অন্তর্গত ১২  নম্বর ওয়ার্ডে মতিলাল চ্যাটারজি স্ট্রিট অঞ্চলে l গতকাল রাতে ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনচিতা দে উপস্থিতি এবং তার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে এসে আক্রমণ চালায় l প্রথমে গণশক্তি পত্রিকা দুটি ভাঙ্গা হয় l এরপর সিপিআই(এম ) বরানগর এরিয়া কমিটি সদস্য তাপস সাহা আক্রমণ করা হয় l তার হাত ভেঙে দেওয়া হয় l তার সাথে সিপিআই(এম )সদস্য নীলাঞ্জন ভট্টাচার্য্য তাকে আক্রমণ করা হয় l তার ঘাড়ে এবং হাতে লাগে 



l ডি ওয়াই এফ আই কর্মী তনময় ব্যানার্জি তার বাড়িতে গিয়ে তার খোঁজ করা হয় এবং অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়া হয় l সে ভয় বাড়িছাড়া হয়ে রয়েছে l পরে আক্রান্ত কর্মীরা রাতে বরানগর রাজ্য সাধারণ হাসপাতাল দুজন সিপিআই(এম) সদস্য চিকিৎসা করা হয় এবং বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয় l এই ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় গোপাল লাল ঠাকুর রোড নবীন সংঘ ক্লাবের সামনে এক প্রতিবাদী এবং ধিক্কার সভা অনুষ্ঠিত হয়  l এই  সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) জেলা কমিটির সদস্য কিশোর গাঙ্গুলী এবং বক্তব্য রাখেন বরানগর সংযুক্ত মোর্চার আহবায়ক সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অশোক ভট্টাচার্য l সংযুক্ত মোর্চা বরানগর বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী আইনজীবী অমল কুমার মুখোপাধ্যায় l শানু রায় প্রতিবাদী সংগীতশিল্পী ডাক্তার সৌমিক দাস এবং বক্তব্য রাখেন আক্রান্ত সিপিআই(এম )এরিয়া কমিটি সদস্য তাপস সাহা l তারপর একটি প্রতিবাদী মিছিল করে এলাকা পরিক্রমা করে এবং বিভিন্ন অঞ্চল ঘুরে সিপিআই(এম )এরিয়া কমিটি অফিসের শেষ হয় l এই সভা থেকে থেকে ঘোষণা করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যে দুটি গণশক্তি পত্রিকা ভেঙেছে তা আবার নতুন করে আগামী ১লা মে মে দিবসের দিন তা শুরু করা হবে পুনরায় পাঠকদের পড়ার জন্য নতুন করে তৈরি করে তার উদ্বোধন করা হবে  l


DYFI ১নম্বর আঞ্চলিক কমিটির সদস্য   অর্ঘ্য দাস শাখা সম্পাদক এবং তার স্ত্রী স্বাহিলি দাস তাদের বাড়িতেই চড়াও হয় ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শ্রীমতি সনচিতা দে l তার দলের কর্মীরা অকথ্য ভাষায় তাদের বাড়িতে গালাগালি করে এবং হুমকি দেয় দু তারিখের পরে  তাদের দেখে নেবে বললেন অভিযোগকারীরা l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **