ষষ্ঠ নির্বাচনে খড়দহে দুষ্কৃতীদের দাদাগিরি :

খরদা বিধানসভা এবং ব্যারাকপুর বিধানসভার সংযোগস্থলে টিটাগর পৌরসভার ১৫ নম্বর এবং ২২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল কে,এস দেশবন্ধু পল্লী তিন নম্বর লাইন ২১৫ ,২১৫ এ ২২৬ ও ২২৫ নম্বর বুথ একই স্কুলে দুপুর ১.৪৫ মিনিট নাগাদ আচমকাই প্রায় ৮ থেকে ১২ জন মুখ ঢাকা অবস্থায় এসে দুটি জায়গায় বোম মারে l প্রায় আটটি বোম দুটি জায়গায় দুষ্কৃতীরা মারে l 
এই বোমের আঘাতে প্রায় ৮ জন আহত হয় l তাদের কে ব্যারাকপুর মহকুমা বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় l কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় l দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় l একজন গুরুতর জখম তার নাম সোমনাথ সাউ  l তার দুটি বুকে সেলাই পড়ে l 
বুকে বোমের স্পিংটার লাগে l তারমধ্যে একটি শিশু নাম পরি দাস ডাকনাম মধু দাস  বয়স ৭ বছর l বাবার নাম শিব শংকর দাস l শিশুটির মুখে বোমের স্পিন্টার লাগে l তাকে বিএন বোস হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করানো হয় l এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় l তার পরে বিরাট পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী আসে নির্বাচন কমিশনের লোক ঘটনাস্থলে আসে l খড়দহ থানার পুলিশ বিরাট আধা সামরিক বাহিনী এবং পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় l তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **