পানিহাটি বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেড কে শক্তিশালী করতে মহা মিছিল :
পানিহাটি বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে আগামী ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশকে সফল করতে l আগরপাড়া বি টি রোড তেতুল তলা মোড় থেকে মিছিল শুরু হয় l আগরপাড়া নট স্টেশন রোড হয়ে ৫ নম্বর রেলগেট হয়ে উশুম্পুর বটতলা মিছিল শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী l সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম ২ সদস্য অনির্বাণ ভট্টাচার্য ও সুব্রত চক্রবর্তী l জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গৌতম চ্যাটার্জি, অভিজিৎ রায় চৌধুরী সহ জাতীয় কংগ্রেস এবং বামপন্থী কর্মী-সমর্থকরা l এই মিছিলে কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ করা যায় l