পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পানিহাটি বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেড কে শক্তিশালী করতে মহা মিছিল :

ছবি
পানিহাটি বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে আগামী ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশকে সফল করতে l আগরপাড়া বি টি রোড তেতুল তলা মোড় থেকে মিছিল শুরু হয় l আগরপাড়া নট স্টেশন রোড হয়ে ৫ নম্বর রেলগেট হয়ে উশুম্পুর বটতলা মিছিল শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী l সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম ২ সদস্য অনির্বাণ ভট্টাচার্য ও সুব্রত চক্রবর্তী l জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গৌতম চ্যাটার্জি, অভিজিৎ রায় চৌধুরী সহ জাতীয় কংগ্রেস এবং বামপন্থী কর্মী-সমর্থকরা l  এই মিছিলে কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ করা যায় l

২৮শে ফেব্রুয়ারি ব্রিগেড কে শক্তিশালী করতে কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডে;বামেদের জনসভা :

ছবি
আগামী ২৮  শে ফেব্রুয়ারি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস যৌথ উদ্যোগে যে ব্রিগেডে এর ডাক দেওয়া হয়েছে  l  ব্রিগেড সমাবেশ কে সফল করতে টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে উত্তর বাসুদেবপুর জনসভা করেন l এই জনসভায় সভাপতিত্ব করেন সুবীর ভট্টাচার্য l প্রধান বক্তা ছিলেন সিপিআই(এম )কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী l বক্তা হিসেবে ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআই(এম) উত্তর জেলা কমিটির সদস্য মানস মুখার্জী l জে এন ইউ ছাত্রনেত্রী দীপ্সিতা ধর l সিপিআই(এম )উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার এবং উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দিব্য জ্যোতি দাস l  মইদুল ইসলাম মিদ্দা পরিবারকে সাহায্য করার জন্য অর্থ তুলে দেওয়া হয় আভাস রায় চৌধুরী এবং মানস মুখার্জির হাতে ছাত্র-যুব দের পক্ষ থেকে l এই সভা থেকে বাম নেতা আভাস রায় চৌধুরী বলেন নবান্ন অভিযান ছোট ছোট শিশুরা যখন চাকরির দাবিতে নবান্ন অভিযান করে দল দাস পুলিশ তাদের ওপর লাঠিচার্জ কিন্তু যারা সারোদা নারোদা বিভিন্ন কাজ অভিযুক্ত তাদের কিন্তু এই পুলিশ কোনভা...

আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে এলো অভিযানঃ

ছবি
প্রশান্ত বোস নামের এই ব্যক্তি, ব্যানার্জি পাড়া লেন করুনাময়ী টালিগঞ্জের বাসিন্দা। হঠাৎ করে রাতদুপুরে ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে নিজের সমস্যার কথা জানিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন‌‌। বহু মানুষ সেই ফেসবুক লাইভটি দেখেন। খবর পেয়ে অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা গৌরব রায় তৎক্ষণাৎ ওই ব্যক্তির ফোন নম্বর যোগাড় করে ওনার সাথে কথা বলেন এবং ওনাকে আশ্বাস দেন অভিযান ওনার পাশে আছে। অভিযান এর প্রধান মুখপাত্র সুমন সাধুখাঁ এবং কার্যকারী সভাপতি জন্টি বন্দোপাধ্যায় অতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন এবং প্রশান্ত বোসের কাছ থেকে তার আত্মহত্যার চেষ্টা করার কারণ বিস্তারিত ভাবে জানতে চান। প্রশান্ত বোস জানান তার স্ত্রী জোড় করে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছেন তারপর ওনার ওপরে মানষিক এবং শারীরিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তাই তিনি বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। অভিযান এর পক্ষ থেকে প্রশান্ত বোসের মনোবল বাড়ানোর চেষ্টা চলতে থাকে। ইতিমধ্যে প্রশান্ত বোসের আত্মহত্যার চেষ্টা করার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। নিকটবর্তী হরিদেবপুর থানা ...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দীর্ঘ ১৭ বছর প্রতীক্ষা পর পথ চলা শুরু করলো নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেল :

ছবি
দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ ১৭ বছর পর পথ চলা শুরু করলো নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেল l ২০০৪  সালে প্রথম মেট্রো রেলের কাজ শুরু হয় l  প্রথম ইউপিএস সরকারের সময় লালু প্রসাদ যাদব সেই সময় রেল মন্ত্রী ছিলেন l রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন বাসুদেব আচারিয়া এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন অমিতাভ নন্দী l প্রয়াত প্রাক্তন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অমিতাভ নন্দী উদ্যোগে এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জির সহযোগিতায় সেই সময় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব কেন্দ্রীয় সরকারের রেল বাজেট নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজের অনুমোদন দেওয়া হয় l  সেই বছরের বাজেটে এই কাজের টাকা অনুমোদন করা হয় l পরবর্তীকালে মানুষকে ভাওতা দেওয়ার জন্য দ্বিতীয় বার একই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবার পরে আবার নিজের নামকে জাহির করবার জন্য টাকা খরচা করে নিজের নামের ফলক নতুন করে বসিয়ে শিলান্যাস করা হয় l  কিন্তু এই মেট্রো রেলের কাজ শুরু হয়ে যায় ২০০৪ সাল থেকে দীর্ঘ ১৭ বছর পর আজ...

*২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণ করে ধর্মতলায় পথসভার আয়োজন করল 'ঐক্য বাংলা'*

ছবি
 ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে ২১শে ফেব্রুয়ারি। নিজের মাতৃভাষার জন্য ওপার বাংলায় প্রাণ দিয়েছিলেন হাজার হাজার বাঙালি। ফলে স্বাভাবিকভাবেই সারা বিশ্বে এটি একটি নজিরবিহীন ও দুর্লভ ঘটনা। ফলস্বরূপ বিভিন্ন বাঙালি জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন ভাষাপ্রেমী সংগঠনের কাছে এই দিনটির তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ।  তাই এইদিন দুপুরে মধ্য কলকাতার ধর্মতলায় পথসভার আয়োজন করল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'। 'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানালেন, "২১শে ফেব্রুয়ারির মাহাত্ম্য সম্পর্কে নতুন করে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। এই দিনটি বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় তথা অত্যন্ত গৌরবজনক অধ্যায়। সেই উজ্জ্বল ইতিহাসের স্মৃতিচারণা করতে পেরেই আমরা কার্যতঃ ধন্য।"  কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছিল?  এই প্রশ্নের উত্তরে 'ঐক্য বাংলা'র সভাপতি শ্রী অভিজিৎ গুহ নিয়োগী জানালেন , " ২১শে ফেব্রুয়ারি দিনটির মাহাত্ম্য ও মর্যাদার কথা মাথায় রেখে আমাদের ঐক্যযোদ্ধারা রাজপথে নেমে প্রচার করেন। সেই সঙ্গে সঙ্গে তারা জনস...

ভাষা দিবসে বীর শহিদের শ্রদ্ধাঞ্জলি অগ্রসর সমাজ কল‍্যান কেন্দ্রেরঃ

ছবি
 আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস উপলক্ষ্যে   খড়দার অগ্রসর সমাজ কেন্দ্রের উদ্যোগে এক  সাংষ্কৃিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সংস্থার কর্নধার সুকন্ঠ বনিক খড়দা বিধানসভার তৃনমূল যুব সভাপতি  দিবেন্দু চৌধুরী,বিদায়ী পৌরমাতা সবিতা  গুহঠাকুরতাও অগ্রসরের সদস‍্য মৌসুমী মুখার্জী। এদিন  শহীদ  বেদীতে মাল‍্যদানের পর এক ছোট্ট  মনোরম নৃত‍্যানুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠান শেষে  মৌসুমী দেবী আমাদের জানান আজ ভাষা শহীদদের রক্তের বিনিময়ে  বাংলা ভাষা জগৎ সভায়  শ্রেষ্ঠ  আসন পেয়েছে। আমার  নিজেকে গর্ববোধ করি বাঙালি  বলতে।  আগামীদিনে আমাদের ভাষা পৃথিবীর  শ্রেষ্ঠ  ভাষাগুলির মধ‍্যে অন‍্যতম হবে l

রাজপুর সোনারপুর পৌরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্ধোধন করলেন পুর নগরোন্নয়ন মন্ত্রীঃ

ছবি
আজ দঃ ২৪পরগনার  হরিনাভীতে রাজপুর সোনারপুর পৌরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্ভোধন ও শিলন‍্যাস করলেন  রাজ‍্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।  এরমধ্যে  উল্লেখযোগ্য  হল পরিশুদ্ধ  পানীয় জল প্রকল্প,নতুন শৌচালয়  ও একটি অত‍্যাধুনিক হল। অনুষ্ঠানে  বক্তব‍্য রাখতে গিয়ে মন্ত্রী ফিরাদ হাকিম বিরোধীদের  কটাক্ষ  করতে গিয়ে  বলেন সমালোচনা করা সোজা কিন্তু  রাস্তায়  নেমে কাজ করা কঠিন। এই কঠিন কাজটি মুখ‍্যমন্ত্রী করে দেখিয়ে দিয়েছেন।  অনুষ্ঠানে  ফিরাদ হাকিম ছাড়াও  উপস্থিত  ছিলেন স্থানীয় পৌরসভার সকল বিদায়ী  ওয়ার্ড প্রতিনিধিগন।  সোনারপুর দক্ষিনের বিধায়ক জীবন  মুখোপাধ‍্যায় ও  সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। 

*বাম ও বাম সহযোগী দলসমূহের পক্ষ থেকে বিমান বসুর বিবৃতি*

ছবি
আজকে বামপন্থী ছাত্রযুব সংগঠনগুলি এবং জাতীয় কংগ্রেসের ছাত্রযুব সংগঠনের পক্ষ থেকে শিক্ষার উন্নয়ন ও কাজের দাবিতে যে নবান্ন অভিযানের কর্মসূচী ছিল তাকে চারিদিক থেকে ঘিরে খানিকটা জালিয়ানওয়ালাবাগের মতো অবস্থা তৈরি করে তৃণমূল সরকারের পুলিশ বাহিনী যে নির্মম অত্যাচার নামিয়ে এনেছে তাতে দেড়শোর বেশি ছাত্রছাত্রী ও যুবকযুবতী আহত হয়েছেন। অনেকের আঘাত গুরুতর। ইতিপূর্বে মাদ্রাসা শিক্ষক, পার্শ্বশিক্ষক, মহিলাদের শান্তিপূর্ণ অবস্থানের ওপরেও রাজ্যের পুলিশ অত্যাচার করেছে। এই ঘটনার প্রতিবাদে রাজ্য বামফ্রন্ট ও বাম সহযোগী দলসমূহের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার রাজ্যব্যাপী হরতাল ধর্মঘটের আহবান জানানো হয়েছে। বাম ও বাম সহযোগী দলসমূহ এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে এব্যপারে আলোচনা হয়েছে। আগামীকালের হরতাল ধর্মঘটের পক্ষে সর্বত্র প্রচার করার আবেদন করা হচ্ছে। ১১ ফেব্রুয়ারি, ২০২১ কলকাতা

*অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি (এআইকেএসসিসি), পশ্চিমবঙ্গ শাখা*

ছবি
*প্রেস স্টেটমেন্ট | ৯ ফেব্রুয়ারী, ২০২১* *কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্পে বাংলার প্রতিটি কৃষক পরিবারের পাওনা ১৪০০০ টাকা বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি*  *~ কৃষকের টাকা পাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বিজেপি’র বাংলায় নির্বাচনী সাফল্য কে সংযুক্তে করার অপচেষ্টাকে ধিক্কার জানাচ্ছে এআইকেএসসিসি*  *~ এআইকেএসসিসি’র  দাবি: রাজ্য ও কেন্দ্র সরকারের সমন্বয়ে অবিলম্বে ও নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের সব কৃষকের এই বকেয়া মিটিয়ে দিতে হবে*  *~ এআইকেএসসিসি ঘোষণা: পাওনা টাকা আদায়ের দাবিতে এআইকেএসসিসি’র শরিক সংগঠনেরা কৃষক অধিকার যাত্রা শুরু করছে – প্রথম যাত্রা সুন্দরবন অঞ্চলে– এর পরে সব জেলায় যাত্রা হবে*  *~ এইআইকেএসসিসি’র শরিক সংগঠনেরা পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে কৃষকদের নিয়ে গণ-বিক্ষোভ সংগঠিত করবে*  *~ কিষাণ সম্মান নিধির পাওনা টাকা বাংলার কৃষকদের অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য এআইকেএসসিসি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বাংলার সব  সাংসদ ও বিধায়কদের দাবিপত্র পাঠাবে*     *কোলকাতা, ৯ই ফেব্রুয়ারী,২...

*রাজনীতির সাথে মানব সেবা জয়পুর বিধানসভায়*

ছবি
🕹️ লোকেশন:- জয়পুর 📝 জঙ্গল মহল পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভায় ঐতিহাসিক নজীর জয়পুর ব্লক তৃণমুল যুব সভাপতি দিব্য জ্যোতি সিং দেও। সামনে বিধান সভা নির্বাচন বলে নয় বহুদিন ধরে রাজনীতির সাথে সাথে মানব সেবা করে আসছেন দৈনন্দিন কোনো না কোনো কর্মকান্ডে জড়িয়ে আছেন।তার দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে অন্য কিছু নয় সবই মানুষের সেবা করায় তার কর্তব্য। তিনি দুঃস্থ অসহায় মানুষের কাছে সব সময় সুখ দুঃখের সাথি হয়ে আছেন বলে জানা যায়।জয়পুর বিধানসভার বাচ্চা থেকে বৃদ্ধা পর্জন্ত সকলের মুখেই হাঁসি ফোটান তিনি।     বিশিষ্ট সমাজসেবী তথা যুব সভাপতি দিব্য জ্যোতি সিং দেও বাবু বলেন বাংলার মাননীয়া দিদি যে ভাবে মানুষের পাশে থাকেন ঠিক তেমনই আমি দিদির সৈনিক হয়ে সকলের পাশে থাকার চেষ্টা করি এবং যতদিন বাঁচবো এভাবেই জয়পুর বিধানসভায় নিজের উদ্যোগে সকলের সুখে দুঃখে পাশে থাকবো।            সোমবার জয়পুর বিধানসভার ঝালদা ২ নম্বর কোটশিলা ব্লকের টাটোয়াড়া গ্রামের রাম মন্দিরের পূজো দিয়ে তিনি দৈনন্দিন জীবনের যে কর্মসূচি তা শুরু করেন আজকে কোটশিলা ব্লকের টাট...

**পলাশের "ফেকমুখ" - এর দৃশ্যগ্রহণ*

ছবি
পরিচালক পলাশ বৈরাগী ইতিমধ্যেই বড়পর্দা ও অসংখ্য স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি নির্মাণ করেছেন। কিন্তু এই প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্যে স্বল্পদৈর্ঘ্যে‌র ছবি নির্মাণ করছেন। ঢাকুরিয়ার একটি প্রাসাদোপম বাড়ীতে   " ফেকমুখ " শীর্ষক এই ছবির দৃশ্যগ্রহণ হয়ে গেল। শোভাদেব বর্মার কাহিনীতে চিত্রনাট্য করেছেন - মৌমিতা দাস। কুশ মান্নার চিত্রগ্রহণে এই ছবির গল্পে অভিনয় করেছেন শোভা দেব বর্মা, সুনীল শ্রীবাস্তব , অর্ঘ্য মৈত্র এবং প্রীন্স । পরিচালক পলাশ বৈরাগী জানালেন -, এর ফেসবুকের মাধ্যমে আলাপ ও বন্ধুত্ব হয়অনিন্দিতার সাথে অনিমেষের, তিন বছর কেটে যায় মোবাইলে কথা বলে। ছেলে বাবাই বিদেশ থেকে ফিরে অবাক হয়ে যায়। ১৮ বছর আগে বাবা মাকে ছেড়ে চলে যায়। কোলকাতায় এসে দেখা করতে চায় অনিমেষ, কিন্তু দেখা হবার পর অবাক হয়ে যায় অনিন্দিতা, আসলে এই মানুষটা কে? আদিম প্রোডাকসন্সের নিবেদনে এই ছবিটি দেশ ও বিদেশের চলচ্চিত্র উৎসবের জন্যে নির্মিত।

রাজপুর ঈদ মিলন কমিটির রক্তদান শিবির, প্রধান অতিথি রবীন্দ্রনাথ নজরুল নেতাজির মত বংলার বিশিষ্ট মনীষিরাঃ

ছবি
  প্রতি বছরের মতো এ বছর রাজপুর ঈদ মিলন কমিটি  করোনা আবহে রক্তের সংকট মেটানোর জন‍্য  এক রক্তদান শিবিরের  আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে  মূল অতিথি  তালিকাটি ছিল  চমকপ্রদ। তালিকায়  উপস্থিত  ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম  বা নেতাজি সুভাষচন্দ্র বসু  এই সমস্ত বরেণ্য  মনীষিদের প্রতিকৃতি অনুষ্ঠান মঞ্চের প্রথম সারিতে রাখা হয়। কমিটির তরফে মুন্না জাকির মণ্ডল বলেন তারা আজ এক অভিনব উদ্যোগ  নিয়েছেন  রক্তদান শিবির উপলক্ষ্যে  এই সমস্ত মনীষিদের প্রতিকৃতি নিয়ে  সারা এলাকা প্রদক্ষিন করা হয়। তাছাড়া  গত বছর রক্তদান শিবিরে  রক্তদাতাদের যে গাছের চারা উপহার দেওয়া হয়েছিল  সেগুলি  যারা এক বছরে বড় করে আনতে পারবে তাদের পুরষ্কৃত করা হবে।  আজকের অনুষ্ঠানে  প্রায়  একশো জন রক্তদাতা সেচ্ছায়  রক্তদান করেন।  এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন সোনারপুর থানার আই সি সঞ্জিব চক্রবর্তী,প্রাক্তন পৌর চেয়ারম্যান  ইন্দুভূষন ভট্টাচার্য্য  প্রমুখ। ...

**কৃষক সংগঠনদের ডাকে কলতাতায় চাকা জ্যাম**

ছবি
*অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি (AIKSCC), পশ্চিমবঙ্গ* *প্রেস রিলিজ । ৬ ফেব্রুয়ারী ২০২১* কোলকাতা, ৬ ফেব্রুয়ারী ২০২১: কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায়, দিল্লির আন্দোলনরত কৃষকদের প্রতি সংঘতি জানিয়ে ও তাদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে, এ আই কে এস সি সি’র আহ্বানে ধর্মতলার মোড়ে আজ চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়। বিভিন্ন যুব ছাত্র মহিলা ও গণতান্ত্রিক সংগঠন ও সমাজের সবস্তরের মানুষ অংশগ্রহণে করেন এই কর্মসূচিতে। এই কর্মসূচির প্রভাব রাজ্যের বহু জায়গায় ও পড়ে - রাজ্যের বহু জায়গায় জাতীয় এবং রাজ্য সড়ক অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। কোলকাতাও তার ব্যতিক্রম হয়নি। এই আই কে এস সি সি’র রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বেলা ২টোর সময় অবরোধ করা হয় ধর্মতলা মোড়। কৃষি আইন বিরোধী এবং নরেন্দ্র মোদী সরকার বিরোধী স্লোগান দিতে দিতে রাস্তা অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। অবরোধের আগে এবং পরে লেনিন মূর্তির সামনে পথসভা হয়। এ আই কে এস সি সি’র নেতৃবৃন্দ এবং অন্যান্য নাগরিক সংগঠন, যুব ছাত্র সংগঠন এবং মহিলা সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে রাখেন ও মোদী সরকারের নতুন কৃষি আইন বাতিল করার দা...

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো :

ছবি
  নির্বাচনের প্রাক্কালে একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামলো মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর জেলার পূর্ণাঙ্গ কমিটি ও জেলার প্রতিটি ব্লকের সভাপতি সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রকাশিত হলো। ব্লকের পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানা গেছে দলের তরফ থেকে। সকলকে শুভেচ্ছা ও জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়েছেন জয় হিন্দ বাহিনীর প্রধান মুখ তথা মালদা জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি  কৃষ্ণ দাস। তিনি বলেন, আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দলকে আরও শক্তিশালী করবে লড়াইয়ে মাঠে দেখা হবে বিরোধীদের সাথে খেলা হবে বলে জানান তিনি। এদিন উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর নবনিযুক্ত সাধারণ সম্পাদক জিয়াউল মোমিন ও সাদামানিক হক(সাজু দেওয়ান) সহ আরো অন্যান্যরা। দলীয় কার্যালয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই তারা...