২৮শে ফেব্রুয়ারি ব্রিগেড কে শক্তিশালী করতে কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডে;বামেদের জনসভা :

আগামী ২৮  শে ফেব্রুয়ারি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস যৌথ উদ্যোগে যে ব্রিগেডে এর ডাক দেওয়া হয়েছে  l  ব্রিগেড সমাবেশ কে সফল করতে টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে উত্তর বাসুদেবপুর জনসভা করেন l এই জনসভায় সভাপতিত্ব করেন সুবীর ভট্টাচার্য l প্রধান বক্তা ছিলেন সিপিআই(এম )কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী l বক্তা হিসেবে ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআই(এম) উত্তর জেলা কমিটির সদস্য মানস মুখার্জী l জে এন ইউ ছাত্রনেত্রী দীপ্সিতা ধর l সিপিআই(এম )উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার এবং উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দিব্য জ্যোতি দাস l 


মইদুল ইসলাম মিদ্দা পরিবারকে সাহায্য করার জন্য অর্থ তুলে দেওয়া হয় আভাস রায় চৌধুরী এবং মানস মুখার্জির হাতে ছাত্র-যুব দের পক্ষ থেকে l এই সভা থেকে বাম নেতা আভাস রায় চৌধুরী বলেন নবান্ন অভিযান ছোট ছোট শিশুরা যখন চাকরির দাবিতে নবান্ন অভিযান করে দল দাস পুলিশ তাদের ওপর লাঠিচার্জ কিন্তু যারা সারোদা নারোদা বিভিন্ন কাজ অভিযুক্ত তাদের কিন্তু এই পুলিশ কোনভাবে ধরতে পারছেন না তাদের বীরত্ব দেখাতে পারছেন না l তাই এই দুর্নীতি তৃণমূল সরকার কে অবিলম্বে সরাতে হবে তাই আসন্ন ২০২১ এ নির্বাচনে বাম কংগ্রেস জোট সরকার গঠন করবে l এই সভা থেকে কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জি বলেন মানুষই সব l আগামী একুশে নির্বাচনে মানুষ তৃণমূলকে উপযুক জবাব দেবে l এবং উত্তর ২৪ পরগনা জেলার সদস্য প্রদীপ মজুমদার বলেন কামারহাটি তে সিপিআই(এম )কর্মীরা যে দেয়াল লিখছে  সেই দেওয়াল তৃণমূল কর্মীরা মুছে দিচ্ছে  l তাই প্রদীপ মজুমদার বলেন তৃণমূল যত দেওয়াল মুছবে সিপিআই(এম )কর্মীরা ততোই দেওয়াল লিখবে l এবং তিনি এও বলেন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তারা তাদের কর্মীদের ভয় দেখাচ্ছে l যদি এই ভয়  দেখাতে থাকে তাহলে সিপিআই(এম) পক্ষ থেকে উপযুক্ত জবাব দেওয়া হবে l এই সভাতে সিপিআই(এম) কর্মীদের ভির লক্ষ্য করা যায় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **