রাজপুর সোনারপুর পৌরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্ধোধন করলেন পুর নগরোন্নয়ন মন্ত্রীঃ


আজ দঃ ২৪পরগনার  হরিনাভীতে রাজপুর সোনারপুর পৌরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্ভোধন ও শিলন‍্যাস করলেন  রাজ‍্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 
এরমধ্যে  উল্লেখযোগ্য  হল পরিশুদ্ধ  পানীয় জল প্রকল্প,নতুন শৌচালয়  ও একটি অত‍্যাধুনিক হল। অনুষ্ঠানে  বক্তব‍্য রাখতে গিয়ে মন্ত্রী ফিরাদ হাকিম বিরোধীদের  কটাক্ষ  করতে গিয়ে  বলেন সমালোচনা করা সোজা কিন্তু  রাস্তায়  নেমে কাজ করা কঠিন। এই কঠিন কাজটি মুখ‍্যমন্ত্রী করে দেখিয়ে দিয়েছেন। 
অনুষ্ঠানে  ফিরাদ হাকিম ছাড়াও  উপস্থিত  ছিলেন স্থানীয় পৌরসভার সকল বিদায়ী  ওয়ার্ড প্রতিনিধিগন।  সোনারপুর দক্ষিনের বিধায়ক জীবন  মুখোপাধ‍্যায় ও  সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!