ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দীর্ঘ ১৭ বছর প্রতীক্ষা পর পথ চলা শুরু করলো নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেল :


দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ ১৭ বছর পর পথ চলা শুরু করলো নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেল l ২০০৪  সালে প্রথম মেট্রো রেলের কাজ শুরু হয় l 

প্রথম ইউপিএস সরকারের সময় লালু প্রসাদ যাদব সেই সময় রেল মন্ত্রী ছিলেন l রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন বাসুদেব আচারিয়া এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন অমিতাভ নন্দী l প্রয়াত প্রাক্তন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অমিতাভ নন্দী উদ্যোগে এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জির সহযোগিতায় সেই সময় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব কেন্দ্রীয় সরকারের রেল বাজেট নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজের অনুমোদন দেওয়া হয় l  সেই বছরের বাজেটে এই কাজের টাকা অনুমোদন করা হয় l পরবর্তীকালে মানুষকে ভাওতা দেওয়ার জন্য দ্বিতীয় বার একই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবার পরে আবার নিজের নামকে জাহির করবার জন্য টাকা খরচা করে নিজের নামের ফলক নতুন করে বসিয়ে শিলান্যাস করা হয় l 

কিন্তু এই মেট্রো রেলের কাজ শুরু হয়ে যায় ২০০৪ সাল থেকে দীর্ঘ ১৭ বছর পর আজ বিকেল পৌনে পাঁচটায় হুগলির ডানলপ কারখানা পাশের মাঠ থেকে উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l সকাল বেলায় কেন্দ্রীয় রেলমন্ত্রী এসে সমস্ত ব্যবস্থা ঘুরে দেখে যান l এই মেট্রোরেল চালু হওয়ার মধ্যে দিয়ে ব্যারাকপুর মহকুমা হুগলি বিভিন্ন অঞ্চলের মানুষের যোগাযোগের সুবিধে হল l 
কালিঘাট থেকে দক্ষিণেশ্বর সরাসরি মেট্রোর মধ্যে দিয়ে যোগাযোগ স্থাপন হলো l কালীঘাট থেকে উঠে সোজা চলে আসতে পারবে দক্ষিণেশ্বর মন্দিরে l দৈনন্দিন অফিস যাত্রীদের ধর্মতলা ,পাক স্টিট ,রবীন্দ্র সদন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় l ব্যারাকপুর মহকুমা অঞ্চলের অফিস যাত্রী নিত্যযাত্রীদের সুবিধের জন্য যাতায়াতের এবং খুব কম সময়ের মধ্যে মানুষ কলকাতার বিভিন্ন জায়গায় এই মেট্রোর মধ্যে দিয়ে পৌঁছে যেতে পারবে l তারি শুভ সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **