ভাষা দিবসে বীর শহিদের শ্রদ্ধাঞ্জলি অগ্রসর সমাজ কল‍্যান কেন্দ্রেরঃ

 আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস উপলক্ষ্যে   খড়দার অগ্রসর সমাজ কেন্দ্রের উদ্যোগে এক  সাংষ্কৃিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সংস্থার কর্নধার সুকন্ঠ বনিক খড়দা বিধানসভার তৃনমূল যুব সভাপতি  দিবেন্দু চৌধুরী,বিদায়ী পৌরমাতা সবিতা 


গুহঠাকুরতাও অগ্রসরের সদস‍্য মৌসুমী মুখার্জী।
এদিন  শহীদ  বেদীতে মাল‍্যদানের পর এক ছোট্ট  মনোরম নৃত‍্যানুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠান শেষে  মৌসুমী দেবী আমাদের জানান আজ ভাষা শহীদদের রক্তের বিনিময়ে  বাংলা ভাষা জগৎ সভায়  শ্রেষ্ঠ  আসন পেয়েছে। আমার  নিজেকে গর্ববোধ করি বাঙালি  বলতে। 
আগামীদিনে আমাদের ভাষা পৃথিবীর  শ্রেষ্ঠ  ভাষাগুলির মধ‍্যে অন‍্যতম হবে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!