রাজপুর ঈদ মিলন কমিটির রক্তদান শিবির, প্রধান অতিথি রবীন্দ্রনাথ নজরুল নেতাজির মত বংলার বিশিষ্ট মনীষিরাঃ

  প্রতি বছরের মতো এ বছর রাজপুর ঈদ মিলন কমিটি  করোনা আবহে রক্তের সংকট মেটানোর জন‍্য  এক রক্তদান শিবিরের  আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে  মূল অতিথি  তালিকাটি ছিল 



চমকপ্রদ। তালিকায়  উপস্থিত  ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম  বা নেতাজি সুভাষচন্দ্র বসু  এই সমস্ত বরেণ্য  মনীষিদের প্রতিকৃতি অনুষ্ঠান মঞ্চের প্রথম সারিতে রাখা হয়। কমিটির তরফে মুন্না জাকির মণ্ডল বলেন তারা আজ এক অভিনব উদ্যোগ  নিয়েছেন  রক্তদান শিবির উপলক্ষ্যে  এই সমস্ত মনীষিদের প্রতিকৃতি নিয়ে  সারা এলাকা প্রদক্ষিন করা হয়। তাছাড়া  গত বছর রক্তদান শিবিরে  রক্তদাতাদের যে গাছের চারা উপহার দেওয়া হয়েছিল  সেগুলি  যারা এক বছরে বড় করে আনতে পারবে তাদের পুরষ্কৃত করা হবে। 

আজকের অনুষ্ঠানে  প্রায়  একশো জন রক্তদাতা সেচ্ছায়  রক্তদান করেন।  এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন সোনারপুর থানার আই সি সঞ্জিব চক্রবর্তী,প্রাক্তন পৌর চেয়ারম্যান  ইন্দুভূষন ভট্টাচার্য্য  প্রমুখ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **