*রাজনীতির সাথে মানব সেবা জয়পুর বিধানসভায়*

🕹️ লোকেশন:- জয়পুর

📝 জঙ্গল মহল পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভায় ঐতিহাসিক নজীর জয়পুর ব্লক তৃণমুল যুব সভাপতি দিব্য জ্যোতি সিং দেও। সামনে বিধান সভা নির্বাচন বলে নয় বহুদিন ধরে রাজনীতির সাথে সাথে মানব সেবা করে আসছেন দৈনন্দিন কোনো না কোনো কর্মকান্ডে জড়িয়ে আছেন।তার দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে অন্য কিছু নয় সবই মানুষের সেবা করায় তার কর্তব্য। তিনি দুঃস্থ অসহায় মানুষের কাছে সব সময় সুখ দুঃখের সাথি হয়ে আছেন বলে জানা যায়।জয়পুর বিধানসভার বাচ্চা থেকে বৃদ্ধা পর্জন্ত সকলের মুখেই হাঁসি ফোটান তিনি।

    বিশিষ্ট সমাজসেবী তথা যুব সভাপতি দিব্য জ্যোতি সিং দেও বাবু বলেন বাংলার মাননীয়া দিদি যে ভাবে মানুষের পাশে থাকেন ঠিক তেমনই আমি দিদির সৈনিক হয়ে সকলের পাশে থাকার চেষ্টা করি এবং যতদিন বাঁচবো এভাবেই জয়পুর বিধানসভায় নিজের উদ্যোগে সকলের সুখে দুঃখে পাশে থাকবো। 
         

সোমবার জয়পুর বিধানসভার ঝালদা ২ নম্বর কোটশিলা ব্লকের টাটোয়াড়া গ্রামের রাম মন্দিরের পূজো দিয়ে তিনি দৈনন্দিন জীবনের যে কর্মসূচি তা শুরু করেন আজকে কোটশিলা ব্লকের টাটোয়াড়া গ্রামের ৫৭৫ জন ও জয়পুর ব্লকের নারায়ণপুর গ্রামের ১৫০ জন দুঃস্থ অসহায় চট্ট বাচ্চা ছেলে-মেয়েদের থেকে শুরু করে বৃদ্ধা-বৃদ্ধিদের নতুন বস্ত্র তাদের হাতে তুলে দিয়ে হাঁসি ফোটালেন দিদির একনিষ্ঠ কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ও জয়পুর ব্লকের তৃণমুল যুব সভাপতি দিব্যজ্যোতি সিং দেও l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **