*২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণ করে ধর্মতলায় পথসভার আয়োজন করল 'ঐক্য বাংলা'*

 ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে ২১শে ফেব্রুয়ারি। নিজের মাতৃভাষার জন্য ওপার বাংলায় প্রাণ দিয়েছিলেন হাজার হাজার বাঙালি। ফলে স্বাভাবিকভাবেই সারা বিশ্বে এটি একটি নজিরবিহীন ও দুর্লভ ঘটনা।

ফলস্বরূপ বিভিন্ন বাঙালি জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন ভাষাপ্রেমী সংগঠনের কাছে এই দিনটির তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। 
তাই এইদিন দুপুরে মধ্য কলকাতার ধর্মতলায় পথসভার আয়োজন করল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'।

'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানালেন, "২১শে ফেব্রুয়ারির মাহাত্ম্য সম্পর্কে নতুন করে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। এই দিনটি বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় তথা অত্যন্ত গৌরবজনক অধ্যায়। সেই উজ্জ্বল ইতিহাসের স্মৃতিচারণা করতে পেরেই আমরা কার্যতঃ ধন্য।" 

কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছিল? 

এই প্রশ্নের উত্তরে 'ঐক্য বাংলা'র সভাপতি শ্রী অভিজিৎ গুহ নিয়োগী জানালেন , " ২১শে ফেব্রুয়ারি দিনটির মাহাত্ম্য ও মর্যাদার কথা মাথায় রেখে আমাদের ঐক্যযোদ্ধারা রাজপথে নেমে প্রচার করেন। সেই সঙ্গে সঙ্গে তারা জনসংযোগ কর্মসূচির মাধ্যমে তাদের সঙ্গে সংযোগ থাপন করেন আমাদের সংগঠনের ঐক্যযোদ্ধারা।"

এই প্রসঙ্গে 'ঐক্য বাংলা'র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঐক্যযোদ্ধা সৌম্য চৌধুরী বলেন, " পথসভা ও জনসংযোগ কর্মসূচির পাশাপাশি আমরা ২১শে ফেব্রুয়ারি সম্পর্কিত বিভিন্ন গান ও কবিতা আবৃত্তি করে শোনাই। ব্যাপারটা হয়তো দেখতে খুব ছেলেমানুষী হলেও, সংস্কৃতির মাধ্যমে কাউকে কিছু বোঝানো সহজ বলেই আমরা ‌ মনে করি।" 

তবে ধর্মতলাতেই কেন পথসভার আয়োজন করা হল ? 

ঐক্য বাংলা সংগঠনের সদস্য ঐক্যযোদ্ধা লিটন দেবনাথ জানান, " এর আগে বহু কর্মসূচি তথা পথসভা দক্ষিণ ও উত্তর কলকাতায় আয়োজন করা হয়েছে। তবে মধ্য কলকাতায় সেরকমভাবে কিছু করা হয়নি। তাই ভাষা দিবসের পুণ্য তিথিতে ধর্মতলায় এই পথসভা আয়োজন করা হয়।" 

'ঐক্য বাংলা' সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন কুমার সাহু বলেন, "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমগ্র মানবজাতির। কিন্তু দুঃখের বিষয় অনেকেই সেটা জানে না। ধর্মতলায় যেহেতু ভারতের বিভিন্ন ভাষাভাষীদের একটা সমাহার দেখতে পাওয়া যায়, তাই এই বার্তা দেওয়া প্রয়োজন ছিল যে ২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালির নয়, বরং তাদেরও।" 

অর্থাৎ বোঝাই যাচ্ছে যেভাবে সুপরিকল্পিতভাবে একের পর এক সফল কর্মসূচি রূপায়ণের মাধ্যমে তাঁদের লক্ষ্যের দিকে এগিয়ে তাতে নিঃসন্দেহে আপামর বাঙালি সমাজ তাঁদের নিয়ে আশায় বুক বাঁধতেই পারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **