সিপিআই(এম )ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আই এস এফ সমর্থিত জাতীয় কংগ্রেস ১১১ পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি তাপস মজুমদার সমর্থনে মহা মিছিল :
সিপিআই(এম )ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আই এস এফ সমর্থিত জাতীয় কংগ্রেস ১১১ পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি তাপস মজুমদার সমর্থনে মহা মিছিল l ঘোলা মাতৃ সদন থেকে সোদপুর ,মধ্যমগ্রাম রোড ধরে সোদপুর স্টেশন রোড ধরে পিয়ারলেস মরে, বি টি রোড ,ট্রাফিক মোড়ে এই মিছিল শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী ,অনির্বাণ ভট্টাচার্য ,শুভব্রত চক্রবর্তী ,তাতা চক্রবর্তী ,অভিজিৎ রায় চৌধুরী ও শক্তি মৈত্র এবং ফরওয়ার্ড ব্লক নেতা স্বপন দাস সহ বামফ্রন্ট জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা lএই সুসজ্জিত মহামিছিলের পা মেলায় এই মহামিছিলে রনপা ,ঢাক ,আদিবাসী নৃত্য সহ বিভিন্ন ভাবে এই মহা মিছিল কে সুসজ্জিত করা হয় l মিছিলে দুপাশে সাধারণ মানুষের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী তাপস মজুমদার পরিচিত হন l এবং সাধারণ মানুষের উল্লাস দেখা যায় l