পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সিপিআই(এম )ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আই এস এফ সমর্থিত জাতীয় কংগ্রেস ১১১ পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি তাপস মজুমদার সমর্থনে মহা মিছিল :

ছবি
সিপিআই(এম )ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আই এস এফ সমর্থিত জাতীয় কংগ্রেস ১১১ পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি তাপস মজুমদার সমর্থনে মহা মিছিল l  ঘোলা মাতৃ সদন থেকে সোদপুর ,মধ্যমগ্রাম রোড ধরে সোদপুর স্টেশন রোড ধরে পিয়ারলেস মরে, বি টি রোড ,ট্রাফিক মোড়ে এই মিছিল শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী ,অনির্বাণ ভট্টাচার্য ,শুভব্রত চক্রবর্তী ,তাতা চক্রবর্তী ,অভিজিৎ রায় চৌধুরী ও শক্তি মৈত্র এবং ফরওয়ার্ড ব্লক নেতা স্বপন দাস সহ বামফ্রন্ট জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা lএই সুসজ্জিত মহামিছিলের পা মেলায় এই মহামিছিলে রনপা ,ঢাক ,আদিবাসী নৃত্য সহ বিভিন্ন ভাবে এই মহা মিছিল কে সুসজ্জিত করা হয় l মিছিলে দুপাশে  সাধারণ মানুষের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী তাপস মজুমদার পরিচিত হন l এবং সাধারণ মানুষের উল্লাস দেখা যায় l

""রবিবার সকাল থেকে প্রচারে মেতে উঠল বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও আই এস এফ জোট প্রার্থী সিপিআই(এম )খরদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবজ্যোতি দাস""

ছবি
রবিবার সকাল থেকে প্রচারে মেতে উঠল বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও আই এস এফ জোট প্রার্থী সিপিআই(এম )খরদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবজ্যোতি দাস l  রবিবার সকাল থেকে প্রচার সারলেন খরদা বিধানসভা কেন্দ্রের খরদা পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল খরদা স্টেশন চত্বর থেকে প্রচার শুরু হয় শরৎ বোস কলোনী প্রচার কাজ শেষ হয় l শরৎ বোস কলোনির, পূজা মন্ডপ সেখানে সংক্ষিপ্ত সভা হয় l প্রার্থী পশ্চিমপাড়া জ্যোতি কলোনি, আশীষ কলোনি বিভিন্ন অঞ্চল মানুষের সাথে কথা বলেন এবং পরিচিত হন  l এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণ মুখার্জি ,রিন্টু মৈত্র ,ঋতুপর্ণা মিত্র, কুমারসম্ভব ,জয়দীপ চক্রবর্তী, রিনা গুহ সহ সিপিআই(এম )এবং ছাত্র-যুব কর্মীরা l

বরানগরে বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও আই এস এফ জোট প্রার্থী জাতীয় কংগ্রেসের আইনজীবী অমল কুমার মুখার্জি সমর্থনে বরানগরে মিছিল l

ছবি
১৭ তম বিধানসভা নির্বাচনী প্রচারে বরানগরে বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও আই এস এফ জোট প্রার্থী জাতীয় কংগ্রেসের আইনজীবী অমল কুমার মুখার্জি সমর্থনে বরানগর সিপিআই(এম) ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যৌথ কেন্দ্রীয় নপাড়া মেট্রো স্টেশন এর কাছ থেকে মিছিল শুরু হয় l এ কে মুখার্জী রোড ,বি টি রোড বাঘাযতীন রোড, গোপাল লাল ঠাকুর রোড, দেশবন্ধু রোড হয়ে আলম বাজারে গিয়ে শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম ) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির তিনজন অন্যতম নেতৃত্ব অশোক ভট্টাচার্য, কিশোর গাঙ্গুলী, শানু রায় ও জাতীয় কংগ্রেসের নেতা দেবদাস গাঙ্গুলী l এই মিছিল থেকে বলা হয় এবার সরকার সংযুক্ত মোর্চা বাম ও কংগ্রেস জোট সরকার গঠন করবে l

*কালীতলা মোড়ে জলপ্লাবন-- সমাধানের চেষ্টায় প্রাক্তন পৌরপিতা*

ছবি
দক্ষিণ বেলঘরিয়া অঞ্চলের কালীতলা মোড় একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে রয়েছে বাজার পোস্টাপিস বহু দোকানপাট। বিস্তীর্ণ এলাকার অধিবাসীদের পরিবহন বা পায়ে চলার পথ। গত কয়েক দিন যাবত পাইপ ফেটে জল প্লাবিত হওয়ার কারণে মানুষের খুব অসুবিধা হচ্ছে। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রাক্তন পৌরপিতা সৌমিত্র পুততুন্ড (রাজু) পৌরসভার কর্মীদের নিয়ে মেরামতের কাজ শুরু করেন। সারাদিন ধরে রাস্তা খুঁড়ে চলে মেরামতি। দুপুরে আধঘণ্টা খাওয়া ও বিশ্রামের সময় বাদ দিয়ে কর্মীদের সঙ্গে ঠায় দাঁড়িয়ে কাজের তত্বাবধানে ব্যস্ত সৌমিত্র বাবু। রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাজ চলছে দ্রুত গতিতে। অনতিবিলম্বে জলযণ্ত্রণার অবসান করাই এখন লক্ষ্য তাঁদের, জানালেন প্রাক্তন পৌরপিতা।

ভোট প্রচারে ব্যস্ত পানিহাটি সংযুক্তামোর্চা জোট বাম ও কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার :

ছবি
১৭ তম বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার মনোনীত জাতীয় কংগ্রেসের প্রার্থী ১১১ নম্বর বিধানসভা পানিহাটি বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি তাপস মজুমদার l ভোট প্রচারে ব্যস্ত বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা l

সুস্থ ও স্বাভাবিক নির্বাচনের জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন :

ছবি
সুস্থ ও স্বাভাবিক নির্বাচনের জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন l ব্যারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত ভোটারদের তাদের মত প্রকাশের জন্য উৎসাহিত করতে সাইকেল রেলি অনুষ্ঠিত হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে l  এই সাইকেলে ৩৭০ থেকে শুরু করে ব্যারাকপুরে গিয়ে শেষ হয় lপাঁচ শতাধিক নতুন ভোটারদের সাথে দীর্ঘ ছয় কিলোমিটার সাইকেল রেলিতে অংশ নেয় l জেলাশাসক সুমিত গুপ্তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর জয়েন্ট সিপি ধ্রুবজ্যোতি দে সহ অন্যান্য আধিকারিক গন সাইকেল রালি শেষে জেলা শাসক সুমিত গুপ্তা জানালেন সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই সাইকেলের আয়োজন l পাশাপাশি নতুন ভোটারদের চালু করা হয়েছে ভোটার কার্ডের নতুন অ্যাপ তারও প্রচার অভিযান চালানো হলো এই রেলীর মধ্যে দিয়ে।

কামারহাটি তে সিপিআই(এম )কর্মীরা দেয়াল লিখন করে অলিগলি ভরিয়ে দিচ্ছেন সায়নদ্বীপ মিত্র সমর্থনে :

ছবি
কামারহাটি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার সিপিআই(এম) প্রার্থী রাজ্যের প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা এবং যুব আন্দোলনের রাজ্যের নেতা সায়নদীপ মিত্রের সমর্থনে টেক্সমাকো কারখানার শ্রমিকরা দেয়াল লিখন চলছে l দেশপ্রিয় নগর অঞ্চলে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র কে জয় করবার জন্য কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে বামপন্থী কর্মী সমর্থকরা l

খরদা সংযুক্তমোর্চা সিপিআই(এম )প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে কর্মীদের দেয়াল লেখন :

ছবি
খরদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার সিপিআই(এম )প্রার্থী প্রাক্তন রাজ্যের ছাত্র আন্দোলনের নেতা বর্তমানের যুব আন্দোলনের নেতা দেবজ্যোতি দাস এর সমর্থনে খরদা সূর্য সেন নগর দেয়াল লিখন চলছে l

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বাম এবং সংযুক্ত মোর্চার মনোনীত সিপিআই(এম) প্রার্থী অধ্যাপক ডক্টরেট দেবাশীষ ভৌমিক ভোট প্রচারে ব্যস্ত :

ছবি
ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বাম এবং সংযুক্ত মোর্চার মনোনীত  সিপিআই(এম )প্রার্থী অধ্যাপক ডক্টরেট দেবাশীষ ভৌমিক l আজ বিকেলে ব্যারাকপুর পৌরসভা অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে মুক্ত পুকুর অঞ্চলে যেখানে পৌরসভার সাফাই কর্মীদের আবাসন সেই আবাসন অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের সাথে কথা বলেন এবং টিটাগর ওয়াগন কারখানার অঞ্চলে প্রচার করেন l

১৭ তম বিধানসভা নির্বাচনে ইভিএম এবং ভিভি প্যাড পৌঁছে গেল পানিহাটি গুরু নানক ডেন্টাল হসপিটাল এ :

ছবি
পানিহাটি গুরু নানক ডেন্টাল হসপিটাল ১৭ তম বিধানসভা নির্বাচনে ইভিএম এবং ভিভি প্যাড ইতিমধ্যেই এসে গেছে আজ সকাল থেকে গুরু নানক কলেজের স্ট্রং রুমে রাখা হচ্ছে এবং সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা উপস্থিত থেকে তা পর্যবেক্ষণ করছে বাইরে দাঁড়িয়ে আছে ইভিএম ভর্তি ট্রাক 

দিল্লির কৃষক আন্দোলন নেতাদের বরানগর সিপিআইএমের পক্ষ থেকে সম্মানিত করা হলো :

ছবি
করোনাভাইরাস আবহের মধ্যে দিল্লির বিজেপি সরকার যে কৃষি আইন চালু করেছে তার প্রতিবাদে দিল্লিতে গত ২৬ শে নভেম্বর থেকে কৃষক আন্দোলন শুরু হয় l যেই কৃষক আন্দোলন আগামী ২৬ শে মার্চ চার মাসে পা দেবে সেই কৃষক আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব পশ্চিমবাংলায় এসেছেন lতারা আজ সকালে বরানগর ডানলপ মোড় খালসা মডেল ইস্কুলে আসেন l  এই ডানলপ অঞ্চলটি পুরোটাই পাঞ্জাবের মানুষের বসবাস l সেখানে আসেন অন্নদাতা আন্দোলনের প্রথম সারির নেতৃত্বরা l সেখানে উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট ও সংযুক্ত মোর্চার প্রার্থী তন্ময় ভট্টাচার্য্য l সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং বরানগর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক অশোক ভট্টাচার্য l  উপস্থিত ছিলেন সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গঙ্গুলি ,অশোক রায় এবং প্রবাল পোদ্দার ,অশোক ভট্টাচার্য l প্রবাল পোদ্দার স্মারক এবং পুষ্পস্তবক তুলে দেন কৃষক আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব যারা খালসা মডেল এসেছেন তাদের হাতে l তাদের এই লড়াইয়ের পাশে বরানগরের মানুষ এবং সিপিআই(এম )পাশে আছে তারবার্তা দ...

সায়নদ্বীপ মিত্র হাত ধরে কামারহাটি ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন :

ছবি
কামারহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট ও সংযুক্ত মোর্চার সিপিআই(এম), ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক সায়নদ্বীপ মিত্র টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির অন্তর্গত কামারহাটি পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন l এবং তিন নম্বর রেলগেট সংলগ্ন এস পি মুখার্জি রোড ,K8 বাসস্ট্যান্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থী সায়ন দ্বীপ মিত্র সিপিআই(এম )জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার এবং সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর শিক্ষক হেমন্ত রায় সিআই টি ইউ নেতা সুবীর ভট্টাচার্যী ও সিপিআইএম কর্মী-সমর্থকদের ভিড় দেখা যায় l সায়নদ্বীপ মিত্র এই কার্যালয় উদ্বোধন করে বলেন মানুষের সমর্থন নিয়ে সংযুক্ত মোর্চা এবং বাম কংগ্রেস সরকার গঠন হবে l তিনিও বলেন তিনি প্রচার করতে গিয়ে এলাকার মানুষ প্রচুর সারাদিন দিচ্ছে l তিনিও বলেন তিনি জিতলে এলাকা প্রচুর কাজ করতে হবে যে কাজ অসমাপ্ত আছে সেই কাজ সম্পূর্ণ করতে হবে l

সোনারপুরে প্রচারে নেমে পড়লেন তৃনমূলের অভিনেত্রী প্রার্থী অরুন্ধতী মৈত্রঃ

ছবি
  আজ সকালে সোনারপুর দুই  নং গ্রাম পঞ্চায়েতের মথুরাপুরে  প্রচার শুরু করলেন সোনারপুর দঃ তৃণমূলের  তারকা প্রার্থী অরুন্ধতী মৈত্র।  এদিন প্রচারে প্রার্থীকে দেখার জন‍্য মানুষের ঢল নামে রাস্তায়   অরুন্ধতী দেবী   মথুরাপুরে পৌছানো মাত্র তাকে পুষ্প বৃষ্টি  করে স্বাগত  জানানো হয়।  প্রার্থী অরুন্ধতী মৈত্র সাধারন মানুষের মধ‍্যে মিশে গিয়ে নিজেকে ঘরের মেয়ে প্রমান করতে মরিয়া।  এদিন অরুন্ধতী মৈত্র বলেন তিনি এলাকার মানুষের জন‍্য কাজ করতে চান তাই সবার আগে মানুষের আর্শিবাদ প্রয়োজন।  তারকা প্রার্থী ভোটের ময়দানে  কতটা সাফল‍্য পান তা বোঝা যাবে ১০ই এপ্রিল।

কামারহাটিতে একুশের নির্বাচনে সায়নদ্বীপ মিত্র সমর্থনে কামারহাটিতে ভোট প্রচারে পথে নামলেন মানস মুখার্জি :

ছবি
কামারহাটি বিধানসভা কেন্দ্রের বাম এবং সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস জোট সিপিআই(এম) প্রার্থী সায়নদ্বীপ মিত্র  সমর্থনে কামারহাটি এরিয়া  কমিটির অফিস থেকে মিছিল শুরু হয় l কামারহাটির বিভিন্ন অঞ্চল এই মিছিল ঘরে দাশু বাগান, ফারিবা বাগান, ধুবি বাগান কামারহাটি বাজার গ্রাম রোড সহ বিভিন্ন অঞ্চল প্রচার মিছিল পরিক্রমা করে l   সায়নদ্বীপ মিত্র সমর্থনে উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সিপিআই(এম ) উ :২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি l সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার ও প্রদীপ মজুমদার সহ জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলের কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলান l এই মিছিল থেকে একটাই আওয়াজ ওঠে দীর্ঘদিন ধরে কামারহাটি অঞ্চলে তোলাবাজি খুন বোমাবাজি সন্ত্রাসের থেকে মুক্ত কামারহাটি গড়ে তোলার ডাক দেওয়া হয় l এই মিছিল থেকে মানস মুখার্জি সায়নদ্বীপ মিত্র সমর্থনে মানুষের কাছে ভোট চাইলেন l  সায়ন দ্বীপ মিত্র বলেন এ অঞ্চল সাধারণ মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ দেবে স...

জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এর সমর্থনে লাগানো পোস্টার-ব্যানার এবং তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে :

ছবি
জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নারায়নপুর জয়চন্ডীতলা এলাকায় তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এর সমর্থনে লাগানো পোস্টার-ব্যানার এবং তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

"কোলকাতায় হয়ে গেল মোদী-র জীবনাশ্রিত হিন্দী চলচ্চি এক ঔর নরেন-এর শুভ মহরত*

ছবি
 নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই কিছু জ্বলন্ত প্রশ্নকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী-র জীবনাশ্রিত হিন্দী চলচ্চিত্র 'এক ঔর নরেন'-এর 'শুভ মহরত' হয়ে গেল কোলকাতা রাজভবন সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে। সঞ্জীবকুমার তিওয়ারি-র নাট্যরূপ অবলম্বনে স্বপন নস্কর-এর নিজস্ব সংস্থা 'স্বপ্নাশ্রী প্রোডাকশন'-এর প্রযোজনায় এবং মিলন ভৌমিক-এর পরিচালনায় শুরু হলো 'এক ঔর নরেন'।  'শুভ মহরত' অনুষ্ঠানে উপস্থিত থেকে  'এক ঔর নরেন'-এর  ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র চরিত্রে অভিনয়ের জন্য চিহ্নিত মহাভারত খ্যাত অভিনেতা গজেন্দ্র চৌহান। বিলে ওরফে নরেন্দ্রনাথ দত্ত রূপে দেশ তথা বহির্বিশ্বে আগেই প্রভূত সমাদৃত হয়েছেন কোলকাতার ভূমিপুত্র তথা পরমহংস রামকৃষ্ণদেব-এর স্নেহধন্য স্বামী বিবেকানন্দ। তাঁর জ্ঞান ও বাগ্মিতায় মুগ্ধ হয়েছিল বিশ্ব সংসার। দেশও তাঁকে সম্মান জানিয়ে তাঁর জন্মদিনকে 'জাতীয় যুব দিবস' ঘোষণা করেছে।  বহুবছর বাদে আর এক নরেন্দ্রনাথ-কে নিয়ে মেতেছে দেশ তথা দুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ ম...