ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বাম এবং সংযুক্ত মোর্চার মনোনীত সিপিআই(এম) প্রার্থী অধ্যাপক ডক্টরেট দেবাশীষ ভৌমিক ভোট প্রচারে ব্যস্ত :

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বাম এবং সংযুক্ত মোর্চার মনোনীত  সিপিআই(এম )প্রার্থী অধ্যাপক ডক্টরেট দেবাশীষ ভৌমিক l আজ বিকেলে ব্যারাকপুর পৌরসভা অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে মুক্ত পুকুর অঞ্চলে যেখানে পৌরসভার সাফাই কর্মীদের আবাসন সেই আবাসন অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের সাথে কথা বলেন এবং টিটাগর ওয়াগন কারখানার অঞ্চলে প্রচার করেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**