সুস্থ ও স্বাভাবিক নির্বাচনের জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন :

সুস্থ ও স্বাভাবিক নির্বাচনের জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন l ব্যারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত ভোটারদের তাদের মত প্রকাশের জন্য উৎসাহিত করতে সাইকেল রেলি অনুষ্ঠিত হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে l 
এই সাইকেলে ৩৭০ থেকে শুরু করে ব্যারাকপুরে গিয়ে শেষ হয় lপাঁচ শতাধিক নতুন ভোটারদের সাথে দীর্ঘ ছয় কিলোমিটার সাইকেল রেলিতে অংশ নেয় l জেলাশাসক সুমিত গুপ্তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর জয়েন্ট সিপি ধ্রুবজ্যোতি দে সহ অন্যান্য আধিকারিক গন সাইকেল রালি শেষে জেলা শাসক সুমিত গুপ্তা জানালেন সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই সাইকেলের আয়োজন l পাশাপাশি নতুন ভোটারদের চালু করা হয়েছে ভোটার কার্ডের নতুন অ্যাপ তারও প্রচার অভিযান চালানো হলো এই রেলীর মধ্যে দিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!