""রবিবার সকাল থেকে প্রচারে মেতে উঠল বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও আই এস এফ জোট প্রার্থী সিপিআই(এম )খরদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবজ্যোতি দাস""

রবিবার সকাল থেকে প্রচারে মেতে উঠল বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও আই এস এফ জোট প্রার্থী সিপিআই(এম )খরদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবজ্যোতি দাস l 



রবিবার সকাল থেকে প্রচার সারলেন খরদা বিধানসভা কেন্দ্রের খরদা পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল খরদা স্টেশন চত্বর থেকে প্রচার শুরু হয় শরৎ বোস কলোনী প্রচার কাজ শেষ হয় l শরৎ বোস কলোনির, পূজা মন্ডপ সেখানে সংক্ষিপ্ত সভা হয় l প্রার্থী পশ্চিমপাড়া জ্যোতি কলোনি, আশীষ কলোনি বিভিন্ন অঞ্চল মানুষের সাথে কথা বলেন এবং পরিচিত হন  l এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণ মুখার্জি ,রিন্টু মৈত্র ,ঋতুপর্ণা মিত্র, কুমারসম্ভব ,জয়দীপ চক্রবর্তী, রিনা গুহ সহ সিপিআই(এম )এবং ছাত্র-যুব কর্মীরা l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**