*কালীতলা মোড়ে জলপ্লাবন-- সমাধানের চেষ্টায় প্রাক্তন পৌরপিতা*



দক্ষিণ বেলঘরিয়া অঞ্চলের কালীতলা মোড় একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে রয়েছে বাজার পোস্টাপিস বহু দোকানপাট। বিস্তীর্ণ এলাকার অধিবাসীদের পরিবহন বা পায়ে চলার পথ। গত কয়েক দিন যাবত পাইপ ফেটে জল প্লাবিত হওয়ার কারণে মানুষের খুব অসুবিধা হচ্ছে। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রাক্তন পৌরপিতা সৌমিত্র পুততুন্ড (রাজু) পৌরসভার কর্মীদের নিয়ে মেরামতের কাজ শুরু করেন। সারাদিন ধরে রাস্তা খুঁড়ে চলে মেরামতি। দুপুরে আধঘণ্টা খাওয়া ও বিশ্রামের সময় বাদ দিয়ে কর্মীদের সঙ্গে ঠায় দাঁড়িয়ে কাজের তত্বাবধানে ব্যস্ত সৌমিত্র বাবু। রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাজ চলছে দ্রুত গতিতে। অনতিবিলম্বে জলযণ্ত্রণার অবসান করাই এখন লক্ষ্য তাঁদের, জানালেন প্রাক্তন পৌরপিতা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **