কামারহাটি তে সিপিআই(এম )কর্মীরা দেয়াল লিখন করে অলিগলি ভরিয়ে দিচ্ছেন সায়নদ্বীপ মিত্র সমর্থনে :


কামারহাটি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার সিপিআই(এম) প্রার্থী রাজ্যের প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা এবং যুব আন্দোলনের রাজ্যের নেতা সায়নদীপ মিত্রের সমর্থনে টেক্সমাকো কারখানার শ্রমিকরা দেয়াল লিখন চলছে l দেশপ্রিয় নগর অঞ্চলে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র কে জয় করবার জন্য কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে বামপন্থী কর্মী সমর্থকরা l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!