কামারহাটিতে একুশের নির্বাচনে সায়নদ্বীপ মিত্র সমর্থনে কামারহাটিতে ভোট প্রচারে পথে নামলেন মানস মুখার্জি :
কামারহাটি বিধানসভা কেন্দ্রের বাম এবং সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস জোট সিপিআই(এম) প্রার্থী সায়নদ্বীপ মিত্র সমর্থনে কামারহাটি এরিয়া
কমিটির অফিস থেকে মিছিল শুরু হয় l কামারহাটির বিভিন্ন অঞ্চল এই মিছিল ঘরে দাশু বাগান, ফারিবা বাগান, ধুবি বাগান কামারহাটি বাজার গ্রাম রোড সহ বিভিন্ন অঞ্চল প্রচার মিছিল পরিক্রমা করে l
সায়নদ্বীপ মিত্র সমর্থনে উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সিপিআই(এম ) উ :২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি l সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার ও প্রদীপ মজুমদার সহ জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলের কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলান l এই মিছিল থেকে একটাই আওয়াজ ওঠে দীর্ঘদিন ধরে কামারহাটি অঞ্চলে তোলাবাজি খুন বোমাবাজি সন্ত্রাসের থেকে মুক্ত কামারহাটি গড়ে তোলার ডাক দেওয়া হয় l এই মিছিল থেকে মানস মুখার্জি সায়নদ্বীপ মিত্র সমর্থনে মানুষের কাছে ভোট চাইলেন l
সায়ন দ্বীপ মিত্র বলেন এ অঞ্চল সাধারণ মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ দেবে সেই আশীর্বাদ মানুষের একজন বামপন্থী কর্মী বিধানসভা তাদের দাবি নিয়ে আওয়াজ তুলব l তাই মানুষের কাজ সেই প্রত্যাশা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছে বামপন্থী সহ কংগ্রেস ও সংযুক্ত মোর্চা সংগঠনগুলো l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন