দিল্লির কৃষক আন্দোলন নেতাদের বরানগর সিপিআইএমের পক্ষ থেকে সম্মানিত করা হলো :

করোনাভাইরাস আবহের মধ্যে দিল্লির বিজেপি সরকার যে কৃষি আইন চালু করেছে তার প্রতিবাদে দিল্লিতে গত ২৬ শে নভেম্বর থেকে কৃষক আন্দোলন শুরু হয় l যেই কৃষক আন্দোলন আগামী ২৬ শে মার্চ চার মাসে পা দেবে সেই কৃষক আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব পশ্চিমবাংলায় এসেছেন lতারা আজ সকালে বরানগর ডানলপ মোড় খালসা মডেল ইস্কুলে আসেন l 


এই ডানলপ অঞ্চলটি পুরোটাই পাঞ্জাবের মানুষের বসবাস l সেখানে আসেন অন্নদাতা আন্দোলনের প্রথম সারির নেতৃত্বরা l সেখানে উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট ও সংযুক্ত মোর্চার প্রার্থী তন্ময় ভট্টাচার্য্য l সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং বরানগর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক অশোক ভট্টাচার্য l 

উপস্থিত ছিলেন সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গঙ্গুলি ,অশোক রায় এবং প্রবাল পোদ্দার ,অশোক ভট্টাচার্য l প্রবাল পোদ্দার স্মারক এবং পুষ্পস্তবক তুলে দেন কৃষক আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব যারা খালসা মডেল এসেছেন তাদের হাতে l তাদের এই লড়াইয়ের পাশে বরানগরের মানুষ এবং সিপিআই(এম )পাশে আছে তারবার্তা দেন কৃষক আন্দোলনের নেতৃত্ব l যারা এসেছেন তারা এই সম্বর্ধনা পেয়ে আনন্দিত এবং গর্বিত হন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **