পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হিন্দু না মুসলিম জাতপাতের উর্ধে সম্প্রীতির কথা বলতে মুক্তি পেলো শর্ট ফিল্ম "চিন্তাধারা"

ছবি
বিগত দিনে সব চেয়ে বড় সমস্যা "হিন্দু মুসলিম" যাকে কেন্দ্র করে চলছে আজকের রাজনীতি। এই হিন্দু মুসলিম দাঙ্গা কতটা ভয়াবহ রুপ নিতে পারে আর কতটা সমাজ ও দেশের ক্ষতি হতে পারে সেটা আনুমান করলে গা শিউরে ওঠে। একবার ভাবুনতো হিন্দু মুসলিম দাঙ্গাতে বাবা মা কে হারিয়ে ফেলা শিশু গুলোর কি অবস্থা হয় কোনদিন কল্পনা করে দেখেছেন। তাদের এখনও বোঝার বাইরে থাকে কে হিন্দু আর কে বা মুসলমান।  তাই আসুন এই গল্পের মধ্যে দিয়ে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে সমাপ্তি ঘটায় এই নোংরা হিন্দু মুসলিমের "চিন্তাধারা" এই ছোট্ট সিনেমাতে অভিনয় করছে দুই বাল্য প্রতিভা "মাস্টার ঋক দাস ও বেবি শ্রেয়সী বোস। সিনেমাটি পরিচালনা করেছেন মীর রাজ্জাক এবং প্রযোজনায় মীরয এন্টারটেনমেন্ট।  মীরয এন্টারটেনমেন্ট-র লক্ষ্যই হল তাদের প্রতিটা সিনেমা হবে সচেতন ও শিক্ষামূলক। তাই  মীরয এন্টারটেনমেন্ট কে অসংখ্য ধন্যবাদ।শুক্রবার ১৫ই জুলাই মুক্তি পেয়েছে মীরয এন্টারটেনমেন্ট এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

আড়িয়াদহ বিবেকানন্দ সংঘের খুঁটি পুজো :

ছবি
  প্রতিবছর নতুন নতুন ভাবনায় আরিয়াদহ  বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে মণ্ডপের সাজিয়ে তোলা হয়। তবে এবছর কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী শুভরুপ মিত্রের তত্ত্বাবধানে ধুমধাম আকারে আয়োজিত হতে চলেছে এই ক্লাবের এ বছরে দুর্গাপুজো। গুরু পূর্ণিমার শুভ লগ্নে খুঁটি পূজার মাধ্যমে আড়িয়াদহ বিবেকানন্দ সংঘের  দুর্গাপুজোর খুঁটিপুজো হয়ে গেল। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের হাত দিয়ে এই দিনে খুঁটিপুজোর উদ্বোধন করা হয়। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, এছাড়া উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।  শিল্পী শুভ্র চক্রবর্তীর শিল্পকলা এ বছর সাজিয়ে তোলা হবে আড়িয়াদহ বিবেকানন্দ সংঘের পূজা মন্ডপকে। এবছরের ভাবনা প্রকাশ না করা হলেও দর্শকদের মনে কৌতুহল রয়েছে তা আর বলার অবকাশ রাখে না। কামারহাটির মধ্যে এ বছরের আরিয়াদহ বিবেকানন্দ সংঘের দূর্গা  পুজোর মণ্ডপ অত্যন্ত জনপ্রিয়তা পাবে এমনটাই আশাবাদী মূল উদ্যোক্তা শুভরূপ মিত্র।

কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিক্ষোভ রোপণ এবং চারাগাছ বিতরণ নন্দকুমারে

ছবি
 ১৪ই থেকে ২০শে জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন। সারা রাজ্যের পাশাপাশি অরণ্য সপ্তাহ উদযাপন করা হল ৪১নং জাতীয় সড়কের নন্দকুমারের খঞ্চিতে। বৃহস্পতিবার কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষ রোপণ এবং চারাগাছ বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে লেবু, পেয়ারা, জামরুল, আকাশমনি, নিম, মেহগনি চারা বিতরণ এবং রোপণ করা হয়। এদিন প্রায় তিন শতাধিক চারা তুলে দেওয়া পথ চলতি মানুষ, ছাত্রছাত্রী ও ট্রাফিক পুলিশদের। সংস্থার পক্ষ থেকে হলদিয়া - মেছাদা জাতীয় সড়কের ডিভাইডারের উপর বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করা হয়। এদিনের অরণ্য সপ্তাহ কর্মসূচি উপস্থিত ছিলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের মেন্টর অসিত ব্যানার্জী, নন্দকুমার ব্লক খাদ্য কর্মাধ্যক্ষ অনুপ বেরা, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ চন্দ্র বাগ, সংস্থার চেয়ারম্যান শৌলজা বাড়ি, সম্পাদক শ্রীকৃষ্ণ মাইতি, মালতী চক্রবর্তী সহ প্রমুখ।

বেলঘড়িয়ায় শুরু হলো দশ ফুটের রথযাত্রা উৎসব :

ছবি
 আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। গত পয়লা জুলাই শুক্রবার ছিল সোজা রথযাত্রা। আর ৯ই জুলাই ছিলো উল্টো রথ। এদিন মাসির বাড়ি থেকে তিন দেবতা ফিরবেন শ্রীধামে। এই দিকে বলা হয় বহুদা যাত্রা। জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরাম রথে চড়ে প্রত্যাবর্তন করেন।সমস্ত রীতিনীতি মেনে সনাতনী পদ্ধতিতে উৎযাপন করা হয় বেলঘরিয়া দক্ষিণপাড়া রিক্রিয়েশন ক্লাবের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ।  কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ড এর অন্তর্গত এই ক্লাবের পরিচালনায় বেলঘরিয়ায় এবার শুরু হলো ১০ ফুটের রথযাত্রা উৎসবের।  সেইভাবে ধুমধাম করে না হলেও সমস্ত রীতিনীতি মেনে পালন করা হয় এবছরের রথযাত্রা উৎসব।  বেলঘড়িয়াবাসীদের কাছে যেন একেবারে মিলন উৎসবের আমেজ এনে দিয়েছিল দক্ষিণপাড়া রিক্রিয়েশন ক্লাব দ্বারা পরিচালিত রথযাত্রা উৎসব।  দক্ষিণপাড়া রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক রথ সাজানোর প্রতিযোগিতাও। উল্টো রথযাত্রা উদযাপনের সাথে সাথে বেলঘড়িয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খুদে প্রতিযোগীরা আসে এই দিনের এই প্রতিযোগিতায় অংশগ্...

স্বাধীনতার ৭৫বছরকে স্মরণে রেখে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড ও কাশীপুর শ্রী সনাতন ধর্ম বিদ্যালয়ের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান*

ছবি
 দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিক ভাবে সরকারি  সিদ্ধান্তে আজদি কা অমৃত মহোৎসবের সূচনা করেন। যা বছরব্যাপী উদযাপিত হচ্ছে দেশজুড়ে।  এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই শনিবার সকালে উত্তর কলকাতার মোহিত মঞ্চে কেন্দ্রীয় সরকারের   ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ দি ইস্টার্ন রিজিওনাল  ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড কাশীপুর শ্রী সনাতন ধর্ম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।       অংশ নেন ই পি আই এর ডিরেক্টর বিশ্বজিত বিশ্বাস, রামকৃষ্ণ মঠের স্বামী পরেশাত্মানন্দ মহারাজ, জি ও আই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের ডেপুটি ডিরেক্টর নির্মল কুমার দুবে, একই বিভাগের জাতীয় শিক্ষা প্রকল্পের ডেপুটি ডিরেক্টর ড: সুনীল কুমার লোকা এবং কোল ইন্ডিয়া লিমিটেড ও  নরাকাশ ( উপক্রম) কলকাতার আধিকারিক রাজেশ কুমার শা। উপস্থিত বক্তারা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানান।...

৩০ফুট রথে চড়ে কামারহাটী প্রদক্ষিন করলেন জগন্নাথ দেব :

ছবি
 রথযাত্রা  সেই  উপলক্ষ্যে  কামারহাটী রথতলা জগন্নাথ  মন্দির  কমিটির উদ্যোগে জগন্নাথ  সুভদ্রা ও বলরাম কে তিরিশ ফুটের তিনটি রথে করে মাসীর বাড়ি নিয়ে যাওয়া হয় এই উপলক্ষ্যে  এদিন সকাল থেকে রথতলা এলাকায় জনপ্লাবন চোখে পড়ে এর ফলে তীব্র যানজট  দেখা যায় ডানলপ থেকে শ‍‍্যামবাজার ও ব‍্যারকপুর যাওয়ার রাস্তায়  কাছেই  হাসপাতাল হওয়ায় কিছুটা সমস‍্যাও সৃষ্টি  হয়।  তাছাড়া  করোনা আবারও বৃদ্ধি  পাচ্ছে  ঠিক সেই সময়  এই রথ যাত্রা উৎসবে সবাইকে  প্রায় বিনা মাস্কে  দেখা যায় যদিও  পরে বিধায়ক মদন মিত্রের উদ্যোগে মাস্ক বিলি করা হয়। এদিন রথযাত্রায় উপস্থিত  ছিলেন কামারহাটীর বিধায়ক মদন মিত্র, সদ‍্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদ অর্জুন সিং, বরানগরের বিধায়ক তাপস রায়, কামারহাটী পৌরসভার চেয়ারম্যান  গোপাল সাহা, প্রমুখ।  রথ যাত্রা উৎসব উপলক্ষ্যে  এদিন রথতলায় মেলা বসে গেছে। রথের রশিতে টান দিয়ে  মদন মিত্র বলেন আজ এক পূর্ণ‍্য তিথি  আজ জগন্নাথ  মহাপ্রভু যেন স্বয়ং...

কামারহাটী পৌরসভার পৌরপিতা বিমল সাহার উদ্যোগে পালিত হল রথযাত্রা উৎসব ও পুরীর মহাপ্রসাদ বিতরনঃ

ছবি
 আজ রথযাত্রা  আর তাই এই পূর্ণ‍্যলগ্নে ক কামারহাটী পৌরসভার  চব্বিশ নং ওয়ার্ডের পৌরপিতা বিমল সাহার উদ্যোগে তার নিজ ওয়ার্ডে হয়ে গেল জগন্নাথ  মহাপ্রভুর নামগান ও পুরী থেকে আনা মহা প্রসাদ বিতরন। এই উপলক্ষ্যে  এদিন হাজীর ছিলেন মদন মিত্রের পুত্র শুভরুপ মিত্র।   এদিন বিমল বাবু বলেন অনেক মানুষের ইচ্ছে  থাকলেও পুরী যাওয়া হয় না নানা কারনে তাই সেই  সব মানুষদের কথা মাথায়  রেখে পুরী থেকে আনা জগন্নাথ  মহাপ্রভুর মহা প্রসাদ আজ সারদিন ব‍্যাপি প্রায় দশ হাজার মানুষকে  দেওয়া  হবে। এদিন জগন্নাথ  মহাপ্রভুর মন্ডপে গিয়ে  দেখা গেল বিমলবাবু ও তার স্ত্রী সাথী সাহা নিজ হাতে মানুষকে ভোগবিতরন করছেন। 

বিধান রায়ের জন্মদিন ও তিরোধান দিবসকে শ্রদ্ধা জানিয়ে সুবোধ রায় চ্যারিটিব্যাল ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির :

ছবি
১৯৩৭ সালে বিশ্বে প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, মার্কিন দেশের শিকাগো শহরে। ঠিক দুবছরের মধ্যে ভারতে ১৯৩৯ সালে কলকাতায় প্রথম রক্তদান শিবিরের আয়োজন। যদিও বিশ্বযুদ্ধে আহত ব্রিটিশ সেনার প্রয়োজনে সেই শিবির আয়োজিত  হলেও দেশে প্রথম হওয়ার সুবাদে বাংলার মানুষের বিশেষ করে কলকাতার  মানুষের এক দায়বদ্ধতার ইতিহাস থেকে যায়। সেই   ট্র্যাডিশন রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মানবিকতার সাক্ষর রাখেন রক্তদানের আয়োজন করে।          মনে রাখা দরকার ,দেশে প্রতি দু সেকেন্ডে একজনের রক্তের প্রয়োজন হয়। আমাদের দেশে প্রতি বছর মোট ৪ কোটি ৪৪ লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন।vসেখানে সংগৃহীত হয় মাত্র ৪০ লক্ষ ইউনিট। সুতরাং দলমত নির্বিশেষে এলাকায় এলাকায় প্রয়োজন রক্তদানের শিবির। সেই লক্ষ্যেই উত্তর কলকাতার সমাজসেবী সংগঠন সুবোধ রায় চ্যারিটিব্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামবাজার সংলগ্ন শ্যাম পার্কে প্রায় ৬০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংস্থার প্রাণপুরুষ সুমন্ত কুমার রায় বলেন, এখনও অনেক মানুষের রক্তদান সম্পর্কে একটি ভীতি কাজ করে। কিন্তু চিকিৎসা বিজ...