বিধান রায়ের জন্মদিন ও তিরোধান দিবসকে শ্রদ্ধা জানিয়ে সুবোধ রায় চ্যারিটিব্যাল ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির :

১৯৩৭ সালে বিশ্বে প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, মার্কিন দেশের শিকাগো শহরে। ঠিক দুবছরের মধ্যে ভারতে ১৯৩৯ সালে কলকাতায় প্রথম রক্তদান শিবিরের আয়োজন। যদিও বিশ্বযুদ্ধে আহত ব্রিটিশ সেনার প্রয়োজনে সেই শিবির আয়োজিত  হলেও দেশে প্রথম হওয়ার সুবাদে বাংলার মানুষের বিশেষ করে কলকাতার  মানুষের এক দায়বদ্ধতার ইতিহাস থেকে যায়। সেই   ট্র্যাডিশন রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মানবিকতার সাক্ষর রাখেন রক্তদানের আয়োজন করে।

         মনে রাখা দরকার ,দেশে প্রতি দু সেকেন্ডে একজনের রক্তের প্রয়োজন হয়। আমাদের দেশে প্রতি বছর মোট ৪ কোটি ৪৪ লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন।vসেখানে সংগৃহীত হয় মাত্র ৪০ লক্ষ ইউনিট। সুতরাং দলমত নির্বিশেষে এলাকায় এলাকায় প্রয়োজন রক্তদানের শিবির। সেই লক্ষ্যেই উত্তর কলকাতার সমাজসেবী সংগঠন সুবোধ রায় চ্যারিটিব্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামবাজার সংলগ্ন শ্যাম পার্কে প্রায় ৬০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংস্থার প্রাণপুরুষ সুমন্ত কুমার রায় বলেন, এখনও অনেক মানুষের রক্তদান সম্পর্কে একটি ভীতি কাজ করে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে, যেকোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ বছরে কমপক্ষে ছ'বার রক্তদান করতে পারেন। রক্তদানে ক্ষতির সম্ভাবনা তো নেই, বরং, শরীরে রক্ত সঞ্চালনে, হৃদরোগ দূরীকরণসহ  অন্যান্য শারীরিক সুস্থতার জন্য রক্তদান কাম্য। রক্তদান শিবিরের  পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরও অনুষ্ঠিত হয়।

        এই জনকল্যাণকর অনুষ্ঠানের সহযোগী  ছিল স্বাস্থ্য পরিষেবায় যুক্ত এল এইচ সি ক্লিনিক ও অ্যাপেক্স নার্সিং হোম। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী  ডা: বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও তিরোধান দিবসকে স্মরণে রেখে। শুভ সূচনা করেন রাজ্যের বিধানসভার মুখ্য সচিব  ধৃতিরঞ্জন পাহাড়ি ও উত্তর কলকাতার জনপ্রিয় বিশিষ্ট চিকিৎসক  সৌমেন সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান ও স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে এলাকায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। সুবোধ রায় চ্যারিটিব্যাল ফাউন্ডেশনের বছরভর বিভিন্ন জনসেবা মূলক কর্মসূচি গ্রহণের ফলে এলাকায় এক সম্ভ্রম ও খ্যাতি আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **