আড়িয়াদহ বিবেকানন্দ সংঘের খুঁটি পুজো :
প্রতিবছর নতুন নতুন ভাবনায় আরিয়াদহ বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে মণ্ডপের সাজিয়ে তোলা হয়। তবে এবছর কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী শুভরুপ মিত্রের তত্ত্বাবধানে ধুমধাম আকারে আয়োজিত হতে চলেছে এই ক্লাবের এ বছরে দুর্গাপুজো। গুরু পূর্ণিমার শুভ লগ্নে খুঁটি পূজার মাধ্যমে আড়িয়াদহ বিবেকানন্দ সংঘের দুর্গাপুজোর খুঁটিপুজো হয়ে গেল। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের হাত দিয়ে এই দিনে খুঁটিপুজোর উদ্বোধন করা হয়। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, এছাড়া উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
শিল্পী শুভ্র চক্রবর্তীর শিল্পকলা এ বছর সাজিয়ে তোলা হবে আড়িয়াদহ বিবেকানন্দ সংঘের পূজা মন্ডপকে। এবছরের ভাবনা প্রকাশ না করা হলেও দর্শকদের মনে কৌতুহল রয়েছে তা আর বলার অবকাশ রাখে না। কামারহাটির মধ্যে এ বছরের আরিয়াদহ বিবেকানন্দ সংঘের দূর্গা পুজোর মণ্ডপ অত্যন্ত জনপ্রিয়তা পাবে এমনটাই আশাবাদী মূল উদ্যোক্তা শুভরূপ মিত্র।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন