বেলঘড়িয়ায় শুরু হলো দশ ফুটের রথযাত্রা উৎসব :
আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। গত পয়লা জুলাই শুক্রবার ছিল সোজা রথযাত্রা। আর ৯ই জুলাই ছিলো উল্টো রথ। এদিন মাসির বাড়ি থেকে তিন দেবতা ফিরবেন শ্রীধামে। এই দিকে বলা হয় বহুদা যাত্রা। জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরাম রথে চড়ে প্রত্যাবর্তন করেন।সমস্ত রীতিনীতি মেনে সনাতনী পদ্ধতিতে উৎযাপন করা হয় বেলঘরিয়া দক্ষিণপাড়া রিক্রিয়েশন ক্লাবের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ।
কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ড এর অন্তর্গত এই ক্লাবের পরিচালনায় বেলঘরিয়ায় এবার শুরু হলো ১০ ফুটের রথযাত্রা উৎসবের।
সেইভাবে ধুমধাম করে না হলেও সমস্ত রীতিনীতি মেনে পালন করা হয় এবছরের রথযাত্রা উৎসব। বেলঘড়িয়াবাসীদের কাছে যেন একেবারে মিলন উৎসবের আমেজ এনে দিয়েছিল দক্ষিণপাড়া রিক্রিয়েশন ক্লাব দ্বারা পরিচালিত রথযাত্রা উৎসব।
দক্ষিণপাড়া রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক রথ সাজানোর প্রতিযোগিতাও। উল্টো রথযাত্রা উদযাপনের সাথে সাথে বেলঘড়িয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খুদে প্রতিযোগীরা আসে এই দিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। দক্ষিণপাড়া রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এই প্রথমবার বেলঘড়িয়ায় শুরু হল দশ ফুটের এই রথযাত্রা উৎসব। এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে বহু মানুষ আসেন এই রথযাত্রা উৎসবে সামিল হতে। একেবারে যেন উৎসবের আমেজে মাতেন এদিন সকলেই।
জগন্নাথের রথযাত্রা এক অনন্য উৎসব আপামোর বাঙালির কাছে। ৯ দিনের এই বার্ষিক উৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকেন সকলেই।
বেলঘড়িয়া দক্ষিণপাড়া রিক্রিয়েশন ক্লাবের সকল সদস্যদের তত্ত্বাবধানে চলে এই জমজমাট রথযাত্রা উৎসব। উল্টো রথের দিন এলাকার সকল মানুষদের জগন্নাথ দেবের মহাপ্রসাদও বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন