হিন্দু না মুসলিম জাতপাতের উর্ধে সম্প্রীতির কথা বলতে মুক্তি পেলো শর্ট ফিল্ম "চিন্তাধারা"
বিগত দিনে সব চেয়ে বড় সমস্যা "হিন্দু মুসলিম" যাকে কেন্দ্র করে চলছে আজকের রাজনীতি। এই হিন্দু মুসলিম দাঙ্গা কতটা ভয়াবহ রুপ নিতে পারে আর কতটা সমাজ ও দেশের ক্ষতি হতে পারে সেটা আনুমান করলে গা শিউরে ওঠে। একবার ভাবুনতো হিন্দু মুসলিম দাঙ্গাতে বাবা মা কে হারিয়ে ফেলা শিশু গুলোর কি অবস্থা হয় কোনদিন কল্পনা করে দেখেছেন। তাদের এখনও বোঝার বাইরে থাকে কে হিন্দু আর কে বা মুসলমান।
তাই আসুন এই গল্পের মধ্যে দিয়ে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে সমাপ্তি ঘটায় এই নোংরা হিন্দু মুসলিমের "চিন্তাধারা" এই ছোট্ট সিনেমাতে অভিনয় করছে দুই বাল্য প্রতিভা "মাস্টার ঋক দাস ও বেবি শ্রেয়সী বোস। সিনেমাটি পরিচালনা করেছেন মীর রাজ্জাক এবং প্রযোজনায় মীরয এন্টারটেনমেন্ট।
মীরয এন্টারটেনমেন্ট-র লক্ষ্যই হল তাদের প্রতিটা সিনেমা হবে সচেতন ও শিক্ষামূলক। তাই মীরয এন্টারটেনমেন্ট কে অসংখ্য ধন্যবাদ।শুক্রবার ১৫ই জুলাই মুক্তি পেয়েছে
মীরয এন্টারটেনমেন্ট এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন