কামারহাটী পৌরসভার পৌরপিতা বিমল সাহার উদ্যোগে পালিত হল রথযাত্রা উৎসব ও পুরীর মহাপ্রসাদ বিতরনঃ

 আজ রথযাত্রা  আর তাই এই পূর্ণ‍্যলগ্নে ক কামারহাটী পৌরসভার  চব্বিশ নং ওয়ার্ডের পৌরপিতা বিমল সাহার উদ্যোগে তার নিজ ওয়ার্ডে হয়ে গেল জগন্নাথ  মহাপ্রভুর নামগান ও পুরী থেকে আনা মহা প্রসাদ বিতরন। এই উপলক্ষ্যে  এদিন হাজীর ছিলেন মদন মিত্রের পুত্র শুভরুপ মিত্র।  
এদিন বিমল বাবু বলেন অনেক মানুষের ইচ্ছে  থাকলেও পুরী যাওয়া হয় না নানা কারনে তাই সেই  সব মানুষদের কথা মাথায়  রেখে পুরী থেকে আনা জগন্নাথ  মহাপ্রভুর মহা প্রসাদ আজ সারদিন ব‍্যাপি প্রায় দশ হাজার মানুষকে  দেওয়া  হবে। এদিন জগন্নাথ  মহাপ্রভুর মন্ডপে গিয়ে  দেখা গেল বিমলবাবু ও তার স্ত্রী সাথী সাহা নিজ হাতে মানুষকে ভোগবিতরন করছেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**