৩০ফুট রথে চড়ে কামারহাটী প্রদক্ষিন করলেন জগন্নাথ দেব :

 রথযাত্রা  সেই  উপলক্ষ্যে  কামারহাটী রথতলা জগন্নাথ  মন্দির  কমিটির উদ্যোগে জগন্নাথ  সুভদ্রা ও বলরাম কে তিরিশ ফুটের তিনটি রথে করে মাসীর বাড়ি নিয়ে যাওয়া হয় এই উপলক্ষ্যে  এদিন সকাল থেকে রথতলা এলাকায় জনপ্লাবন চোখে পড়ে এর ফলে তীব্র যানজট  দেখা যায় ডানলপ থেকে শ‍‍্যামবাজার ও ব‍্যারকপুর যাওয়ার রাস্তায়  কাছেই  হাসপাতাল হওয়ায় কিছুটা সমস‍্যাও সৃষ্টি  হয়।
 তাছাড়া  করোনা আবারও বৃদ্ধি  পাচ্ছে  ঠিক সেই সময়  এই রথ যাত্রা উৎসবে সবাইকে  প্রায় বিনা মাস্কে  দেখা যায় যদিও  পরে বিধায়ক মদন মিত্রের উদ্যোগে মাস্ক বিলি করা হয়। এদিন রথযাত্রায় উপস্থিত  ছিলেন কামারহাটীর বিধায়ক মদন মিত্র, সদ‍্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদ অর্জুন সিং, বরানগরের বিধায়ক তাপস রায়, কামারহাটী পৌরসভার চেয়ারম্যান  গোপাল সাহা, প্রমুখ। 
রথ যাত্রা উৎসব উপলক্ষ্যে  এদিন রথতলায় মেলা বসে গেছে। রথের রশিতে টান দিয়ে  মদন মিত্র বলেন আজ এক পূর্ণ‍্য তিথি  আজ জগন্নাথ  মহাপ্রভু যেন স্বয়ং  রথতলায় এসে উপস্থিত  হয়েছেন মানুষকে আর্শীবাদ দেবেন বলে। তবে এদিন ব‍্যারাকপুর পুলিশ  কমিশনারেটের তরফে যথেষ্ট  নিরাপত্তার ব‍্যবস্থা করা হয়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **