বাংলাদেশে হিন্দুদের ওপর অত‍্যাচারের প্রতিবাদে সোনারপুরে বিজেপির মিছিলঃ

 বাঙালি তথা হিন্দুদের অন‍্যতম পবিত্র উৎসব হল দূর্গাপূজা। সারা বছর আমরা পূজোর পাঁচটা দিনের জন‍্য অপেক্ষা  করে থাকি কখন মা বাপের বাড়ি আসবে।শুধু। এবছর আমরা সবাই  যখন দূর্গাপূজোর আনন্দে মেতে ছিলাম। ঠিক তখনই  আমাদের প্রতিবেশি রাষ্ট্র  বাংলাদেশে ঘটে গেল নিন্দনীয়  ঘটনা। যা দেখে সারা পৃথিবী স্তম্ভিত। নিন্দার  ঝড় উঠল সব মহলে।
 বাংলাদেশে দূর্গাপূজোর সময় ভাঙাহল মা দূর্গার মূর্তী। আর এই ঘটনার জন‍্য এপার বাংলাতেও নিন্দার ঝড় উঠল। আজ বিজেপির  সোনারপুর দুই নং মন্ডলের সভাপতি  তমাল চৌধুরীর  উদ্যোগে হরিনাভীতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান স্থানীয় বিজেপি কর্মীরা। মিছিল শেষে তমাল চৌধুরী  বলেন তারা এই ঘটনার তীব্র নিন্দা  করছেন এবং  তিনি দাবী করেন বাংলাদেশ সরকারের  উচিত দোষীদের  কঠোর শাস্তি  দেওয়া। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**