বাংলাদেশে হিন্দু ধর্মীয় স্থানে এবং দুর্গাপূজা মণ্ডপে আক্রমণের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশে শান্তি ঐক্য সম্প্রীতি ফিরিয়ে আনার রক্ষার দাবিতে দেশপ্রিয় নগরে বামেদের শান্তি মিছিল :


বাংলাদেশে হিন্দু ধর্মীয় স্থানে এবং দুর্গাপূজা মণ্ডপে আক্রমণের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের শান্তি ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার এবং সম্প্রীতি রক্ষার দাবিতে বেলঘড়িয়া দেশপ্রিয় নগরে এসএফআই ,ডি ওয়াই এফ আই ,সি আই টি ইউ ইউ সিমআর সি এবং মহিলা সমিতি সমস্ত গণসংগঠনের ডাকে টেক্সমাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটির উদ্যোগে সম্প্রীতির রক্ষার দাবিতে মিছিল সংঘটিত হয় l সিপিআই(এম )টেক্সমাকো দেশপ্রিয়া নগর এরিয়া কমিটি উপেন সেন স্মৃতি ভবন থেকে মিছিল শুরু হয় l

ওল্ড নিমতা রোড ,আনন্দগর ,এস পি মুখার্জি রোড ,k8 বাস স্ট্যান্ড ,বাসুদেবপুর মেইনরোড ,শহীদ বেদীর মোড়, শ্রীপল্লি হয়ে নিলগঞ্জ রড মিলিটারি রোডের সংযোগস্থল সিপিআইএমের পার্টি অফিসের সামনে গিয়েই মিছিল শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার , সি আই টি ইউ নেতা সুবীর ভট্টাচার্য ,সুকান্ত গুহ, ছাত্রনেত্রী তানিয়া মিত্র ,যুবনেতা প্রিয়তোষ ঘোষ ,মহিলা নেত্রী রত্না দত্ত সহ ছাত্র যুব মহিলা শ্রমিক সিপিএম কর্মী-সমর্থকরা এই মিছিলে পা মেলান l এই মিছিল থেকে দাবি তোলা হয় বাংলাদেশে শান্তি ফিরে আসুক l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**