সোনারপুর মহাবিদ্যালয় আয়োজিত হল কোভিড ভ‍্যাক্সিনেশন ক‍্যাম্পঃ

 রাজ‍্য সরকারের  উদ্যোগে প্রতি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের টীকাকরন কর্মসূচি চলছে তার অঙ্গ হিসেবে  আজ সোনারপুর মহাবিদ্যালয়  কোভিড ভ‍্যাক্সিনেশন ক‍্যাম্প আয়োজন করা হয়। এদিন কলেজের অধ‍্যক্ষ উজ্জল রায় জানান আজ ছাত্রছাত্রীদের  কোভিশিল্ড টীকা দেওয়া হয়। যাদের টীকার প্রথম ডোজ হয়ে  গেছে তাদের টীকার প্রমানপত্র নিয়ে  কলেজে এলে টীকার ব‍্যবস্থা করা হয়।

 আর যাদের এখনো কোন ডোজ হয় নি তারা উপযুক্ত  প্রমানপত্র নিয়ে  এলে টীকার ব‍্যবস্থা করা হবে। আজ এবং  আগামীকাল  এই কর্মসূচি  চলবে। এদিন কলেজ ছাত্র সংসদের তরফে নাসীর বাগানী জানান তারা দুই দিন ধরে এই কর্মসূচির মাধ‍্যমে কলেজের সকল ছাত্রছাত্রীদের  টীকা দেওয়া   হবে  এদিন ছাত্র সংসদের তরফে   বিরাজ বিশ্বাস, দীনবন্ধু নস্কর,অঙ্কুশ মন্ডল,রুপক মন্ডলরা সব সবসময়  ছাত্রছাত্রীদের  সাহায‍্য করেছেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**