পূজোর আগে ঢোলারহাটে শিশুদের বস্ত্র বিতরন প্রচেষ্টা পরিবারেরঃ

 মানুষের জন‍্য এই কথাটা আবারও  প্রমান করে দিল প্রচেষ্টা  পরিবার  আজ মহালয়ার  পূণ‍্য লগ্নে বুম্বা ভট্টাচার্য্য  ও তার প্রচেষ্টা পরিবারের সদস‍‍্যরা দক্ষিন ২৪পরগনার ঢোলারহাট বিজননগর গ্রামে ছোট ছোট শিশুদের নতুন জামা সাথে চকোলেট  উপহার দিলেন। শুধু তাই নয় স্থানীয় মহিলাদের  শাড়ি ও খাদ‍্যদ্রব‍্য তুলে দেওয়া হয়। এর পাশাপাশি  পুরুষদেরও নতুন পোশাক  তুলে দেওয়া হয়। প্রচেষ্টা পরিবারের তরফে এদিন বুম্বা ভট্টাচার্য্য ছাড়া উপস্থিত  ছিলেন সেক্রেটারি পুষ্পা ভট্টাচার্য্য,জেনারেল সেক্রেটারি অপর্না, ভায়েস সেক্রেটারী  সুস্মিতা তাছাড়া সোমা, সুচরিতা
 শীর্ষা, অয়ন্তিকা, কৃষ্ণা, প্রিয়া প্রিয়াঙ্কা, টুপুর, ফাল্গুনি, চুমকি মৌমিতা, মাম্পি,
 পারমিতা,ঝুমুর,অর্পনা রুবী,রিয়া,রুপাদি প্রমুখ এছাড়াও  এদিন প্রচেষ্টার  পুরুষ  সদস‍্যদের মধ‍্যে উপস্থিত  ছিলেন অভীক, দ্বীপ,প্রীতম, প্রণয়, সামীম, সবুজ,তুষার,আকাশদ্বীপ,প্রনয় অর্ক, মিলন দেবশীষ  মানষদা প্রমুখ। চিরকাল প্রচার বিমুখ  বুম্বা ভট্টাচার্য্য  জানালেন আজ তিনি জীবনের সবচেয়ে  বড় উপহার  পেলেন তা হল গ্রামের ছোট ছোট শিশুদের মুখের হাসি এই হাসি তার কাছে অনেক দামি বলে জানান তিনি। আগামী দিনে সোনারপুরে এমন অনুষ্ঠান করার পরিকল্পনা  আছে বলে তিনি জানান তবে এই জন‍্য তিনি সহৃদয় ব‍্যাক্তিদের সাহায্য  চেয়েছেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **