বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চন্ডীপাঠ করলেন মদন মিত্র :

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো আজ মহালয়ার পূর্ণলগ্নে পূর্ব পুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয় গঙ্গার তীরবর্তী অঞ্চল গুলোতে। ঠিক সেই সময়ই বেলঘড়িয়া মানসবাগ সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পূজো প্রাঙ্গণে চন্ডীপাঠ করলেন স্থানীয় বিধায়ক তথা সংগঠনের সভাপতি মদন মিত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চন্ডীপাঠ করলেন মদন মিত্র। শ্রদ্ধা ও ভক্তি সহকারে চণ্ডীপাঠ শ্রবণ করলেন উপস্থিত সাধারণ মানুষেরা। চন্ডীপাঠ শেষে মদন মিত্র জানালেন, মা দুর্গা যেন পৃথিবীর মঙ্গল করুন সমস্ত পাপের বিনাশ করে পৃথিবী কে শান্ত করুন। এই প্রার্থনা করলেন মদন মিত্র পাশাপাশি তিনি কটাক্ষ করতেও ছাড়লেন না নরেন্দ্র মোদিকেও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**