"ধর্ম যার যার- দেশ সবার,, এই দাবীতে পানিহাটি বাম গণ সংগঠনের উদ্যোগে বাংলাদেশে শান্তির দাবিতে পারিহাতি জুড়ে মহা মিছিল :
পানিহাটি ১ নম্বর আঞ্চলিক কমিটির অন্তর্গত ছাত্র যুব মহিলা গণ সংগঠনগুলোর উদ্যোগের বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণের প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মশাল মিছিল l মশাল নিয়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ডাবলু টি আই এল কারখানার গেটে সোদপুর স্টেশন রোডের এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় l সিপিআই(এম )এক নম্বর এরিয়া কমিটির অফিস থেকে মিছিল বের হয় l সোদপুর স্টেশন রোড হয়ে বি টি রোড ট্রাফিক মোড়ে হয়ে ডাব্লু পি আই এল কারখানার গেটে এসে শেষ হয় l এখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সভা সংগঠিত হয় l এই সভায় বক্তব্য রাখেন প্রথম সর্বভারতীয় ছাত্রনেত্রী প্রিয়াঙ্কা কাঞ্জিলাল l যুবনেতা সায়ন চক্রবর্তী এবং ছাত্রনেতা অতনু দাস l এই মিছিলে ছাত্র যুব মহিলা সহ সিপিএমের নেতৃত্ব কর্মীরা পামেলান l এই মিছিলে মূল দাবি ধর্ম যার যার দেশ সবার l এছাড়া তারা বলেন বাংলাদেশ শান্তি ও ঐক্যে সম্প্রীতি ফিরে আসুক l