বিধায়কের উদ্যোগে পূজোর মুখে বস্ত্র বিতরনঃ
মহালয়ার দিন রাজপুর সোনারপুর পৌরসভার সতেরো নং ওয়ার্ডে সোনারপুর দক্ষিন বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্রের সহযোগিতায় ও সতেরো নং ওয়ার্ড তৃণমূল সভাপতি রাজীব চন্দ্রর উদ্যোগে আজ রাজপুরের সতেরো নং ওয়ার্ডের স্থানীয় ৬০০ মানুষ কে পূজোর বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর টাউন সভাপতি শিবনাথ ঘোষ, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডাঃ পল্লব দাস, টাউনের যুব সভাপতি প্রতীক দে, সহসভাপতি বাবুলাল দেবনাথ, জেলা ছাত্র পরিষদের কোয়ার্ডিনেটর সোমনাথ বনিক প্রমুখ। এদিন সতেরো নং ওয়ার্ডের সভাপতি রাজীব চন্দ্র জানান বিধায়ক ও মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা এই বস্ত্র বিতরন কর্মসূচি গ্রহন করেছেন। এবার এই ওয়ার্ডটি নির্দলের দখলে গেছে। সেই প্রসঙ্গে রাজীব বাবু বলেন পৌর প্রতিনিধি হয়তো দলের নয় কিন্তু তারা কাজের দিকে কোন দলমত বিচার করেন না তাইতো সবসময়ই মানুষের পাশে থাকেন এবং মানুষকে নিয়ে চলার চেষ্টা করেন। তাই আজ এলাকাবাসির মধ্যে বস্ত্র বিত...