পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিধায়কের উদ্যোগে পূজোর মুখে বস্ত্র বিতরনঃ

ছবি
  মহালয়ার দিন  রাজপুর  সোনারপুর পৌরসভার  সতেরো নং ওয়ার্ডে সোনারপুর দক্ষিন বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্রের সহযোগিতায়  ও সতেরো নং ওয়ার্ড তৃণমূল  সভাপতি  রাজীব চন্দ্রর উদ্যোগে আজ রাজপুরের সতেরো নং ওয়ার্ডের স্থানীয় ৬০০  মানুষ কে পূজোর বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  রাজপুর টাউন সভাপতি  শিবনাথ ঘোষ,  রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান  ডাঃ পল্লব দাস, টাউনের যুব সভাপতি  প্রতীক দে, সহসভাপতি বাবুলাল দেবনাথ, জেলা ছাত্র পরিষদের কোয়ার্ডিনেটর সোমনাথ বনিক প্রমুখ। এদিন সতেরো নং ওয়ার্ডের সভাপতি  রাজীব চন্দ্র জানান বিধায়ক ও মুখ‍্যমন্ত্রীর নির্দেশে তারা এই বস্ত্র বিতরন কর্মসূচি  গ্রহন করেছেন।  এবার এই ওয়ার্ডটি নির্দলের দখলে গেছে। সেই  প্রসঙ্গে রাজীব বাবু বলেন পৌর প্রতিনিধি  হয়তো দলের নয় কিন্তু  তারা কাজের দিকে কোন দলমত  বিচার করেন না তাইতো সবসময়ই  মানুষের পাশে থাকেন এবং  মানুষকে নিয়ে চলার চেষ্টা  করেন। তাই আজ এলাকাবাসির  মধ‍্যে বস্ত্র বিত...

পথ শিশুদের মধ‍্যে নতুন বস্ত্রবিতরনের মাধ‍্যমে হাসি ফোটালেন পুলিশকাকু বাপন দাসঃ

ছবি
  কথায় বলে মানুষ মানুষের জন‍্য আর সেটাই  বারে বারে প্রমান করে চলেছেন পুলিশ কর্মী বাপন দাস। সারা বছর নিজের বেতনের টাকায় কিছু না কিছু সমাজসেবা মুলক কাজ করেন তিনি। এবারেও তার ব‍্যাতিক্রম হলো না।  মহালয়ার  সকালে  কলেজ স্ট্রীট, সাদার্ন এভিনিউ, এম জি রোড প্রভৃতি এলাকার ফুটপাত বাসী পথ শিশুদের  পূজোয় নতুন  জামা তুলে দেন বাপন বাবু। পাশাপাশি  ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির  উদ্দেশ্যে  ফুটপাত বাসীদের মধ‍্যে মশারি বিতরন করেন। বাপন বাবু বলেন  সারা বছর ধরে বেতনের টাকার কিছুটা জমিয়ে পথ শিশুদের  পূজোর জামা তুলে দেওয়ার আনন্দ কোন কিছুর থেকে কম নয়। আর নন্দীনী কাশেমের মতো পথ শিশুরা তাদের প্রিয় পুলিশ কাকুর কাছ থেকে পূজোর জামা পেয়ে  সত‍্যি আনন্দিত।

তিয়াসা মুভিজ এর উদ্যোগে হয়ে গেল দুদিনের সপ্তম দূর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব :

ছবি
বর্তমানে শর্ট ফিল্মের দেখার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই।। পরিচালক প্রযোজক ও কলাকুশলী দের উৎসাহিত করতে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়মিত হচ্ছে নানান ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল।তেমনি এক আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভ্যাল সপ্তম দূর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২হয়ে গেল কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ ত্রিগুনা সেন অডিটোরিয়ামে ২০ও২১শে সেপ্টেম্বর,আয়োজনে তিয়াসা মুভিজ। দুদিনের উৎসবে বিশ্বের প্রতিটি স্থান থেকে প্রায় ১৫৩টি ছবি জমা পড়ে ফিচার,শর্ট,ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, বিভাগে।সেখান থেকে ৪০টি ছবি মনোনীত হয়ে উক্ত উৎসবে প্রদর্শিত হয়। ফেস্টিভ্যালের ডিরেক্টর দেবলীনা মোদক সাধু জানান ২০১৬সালে দূর্গাপুরে এই উৎসব শুরু হলেও এই প্রথম কলকাতার মঞ্চে আয়োজন করা হলো সকলের সুবিধার্থে। তিয়াসা মুভিজের তরফে কাজরী মোদক বলেন ফিল্ম ফেস্টিভ্যাল এর মাধ্যমে মানুষের সাথে এক নতুন বন্ধনে সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে তাই এই প্রয়াস। শেষদিন বিজেতাদের হাতে স্মারক মানপত্র পুরস্কার তুলে দেওয়া হয়।লাইফ টাইম আচিভমেন্ট পুরষ্কার তুলে দেওয়া হয় বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা ...

মুক্তি পেল অভীক রায়ের "মাস্টারমশাই"*

ছবি
জীবনে চলার পথে পড়াশোনা ভীষন জরুরী,মেধাবী ছাত্র মানেই ভালো মানুষ হওয়া নয়।  সত্যিকারের মানুষ হতে গেলে চাই চরিত্র গঠন, আর তা দিতে  পারেন এক জন শিক্ষক, মেধা গুরুত্ব পায় তখন যখন মানুষের কাজে লাগে। অনিরুদ্ধ সান্যাল, এক দশম শ্রেণির ছাত্র, যার পড়াশোনায় মন নেই একদম। সারাদিন খেলা ধুলো আর ঘুড়ি  ওড়ানো যার কাজ।  অনির বাবা নিয়ে আসে এক জাঁদরেল মাস্টারমশাইকে, অনি কে শাসন করে মানুষ করে তোলার জন্য। কিন্তু সেটাতে আরও হীতে বিপরীত হয়ে যায়। ওর আর কিছুতেই মন ছিলনা। তারপর জ্যাঠামশাই নিয়ে আসেন আরেক মাস্টারমশাইকে,যে অনির পুরো জীবনটাই পালটে দেয়। কীভাবে পাল্টায় তা নিয়েই ছবির গল্পের চিত্র গড়ে উঠেছে। ছবিতে অভিনয় করেছেন  কৌশিক সেন , দেবদূত ঘোষ  মৌমিতা চক্রবর্তী গৌরীনাথ ব‍্যানাজী, অমিত গাঙ্গুলি, সাগরিকা রায়  ,পল্লব কীর্তনীয়া ,উত্তম দত্ত, এবং মা:নীলাদ্রি ঘোষ সহ আরো অনেকে। অভীক রায়ের সঙ্গীতায়োজনে ছবির গান গুলি গেয়েছেন শ্রাবণী সেন, সাসা ঘোষাল, ও চন্দ্রাবলী রুদ্র। সানি প্রোডাকশনের । নিবেদনে, শিব প্রাসাদ মণ্ডলের প্রযোজনায় ১৬  সেপ্টেম্বর মুক্তি পে...

বিশ্বকর্মা পূজোর দিনে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ের স্কুলেঃ

ছবি
  আজ বিশ্বকর্মা পূজোর সকালে এক ভয়াবহ ঘটনার সাক্ষী  থাকল টিটাগড়বাসী। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ক্লাস চলাকালীন   ফ্রি ইন্ডিয়া স্কুলে এক ভয়াবহ  বিস্ফোরণ  ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে  ছাত্রছাত্রী থেকে শুরু  করে শিক্ষক  সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি  হয়।  খবর পেয়ে  ঘটনাস্থলে পৌছায়  টিটাগড় থানার বিরাট পুলিশবাহিনী ও ডিসি সেন্ট্রাল।  ঘটনাস্থলে পৌছে পুরো এলাকা  ঘুরে দেখেন পুলিশ কর্তারা এরপর পুলিশের তরফে জানানো হয় ঘটনার তদন্ত চলছে। কিন্তু   স্কুলের ভিতরে হঠাৎ  করে কেন এমন ভয়াবহ  ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ  ধন্দে।  এদিন স্কুল কতৃপক্ষের তরফে উদ্বেগ  প্রকাশ করে জানানো হয়  এই ঘটনাটি টিফিনের  সময়  ঘটলে আরো ভয়াবহ  আকার নিতে পারতো। এই ঘটনা পরে স্কুল কতৃপক্ষ থেকে  ছাত্রছাত্রী ও অভিভাবক  সবাই আতঙ্কে ভুগছে l ঘটনা স্থানে উপস্থিত হন সিপিআইএম এবং সি আই টি ইউ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চ্যাটার্জী l

নির্মল বিদ্যালয় অভিযানে বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় :

ছবি
চারিদিকে রোগের   প্রাদুর্ভাব তার প্রতিরোধেই এগিয়ে এল স্কুলের শিক্ষিকাবৃন্দ, ছাত্রী ও পরিচালন সমিতি। বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রীকুমার ব্যানার্জী এবং প্রধান শিক্ষিকা পম্পা বসু র উদ্যোগে আয়োজিত হলো  নির্মল বিদ্যালয় অভিযান। সরকারি আদেশ অনুসারে এক পক্ষকাল "নির্মল বিদ্যালয় অভিযান" শুরু ১৫সেপ্টেম্বর অভিযান চলবে ২৯ পর্যন্ত । ডেঙ্গু জ্বরের কারণে এই সময়ে সকলের সতর্ক করার লক্ষ্যে, জল ধরো,জল ভরো এবং  প্লাস্টিক বর্জন সহ বহুবিধ প্রচার কর্মসূচি পালনের মাধ্যমে স্কুলের ছাত্রী, শিক্ষিকাবৃন্দ সহ অন্যানরা বেলঘরিয়ার দেশপ্রিয় নগর অঞ্চলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া এক পক্ষকাল নির্মল বিদ্যালয়ের অভিযানে স্কুলে অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ, রচনা ইত্যাদির সাথে নিজেদের নির্মল করে তোলাই একমাত্র লক্ষ্য বলে জানান বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি শ্রীকুমার ব্যানার্জী। সারা রাজ্যের সাথে আমাদের বিদ্যালয়ের মেয়েরা অনেক বেশি সচেতন গর্বের সঙ্গে জানালেন প্রধান শিক্ষিকা...

শাড়ির আঁচলটাইশাড়ির অলঙ্কার:শিঞ্জিনী বিশ্বাস

ছবি
মনের ইচ্ছা শক্তি আর শিল্পকলা কে কাজে লাগিয়ে আত্মনির্ভর পথকেই বেছে নিয়ে ১০২/এ হরিশ মুখার্জি রোডে নৃত্যশিল্পী শিঞ্জিনী খুলে ফেলেছেন একটা শাড়ি সম্ভার  "জয়ী" স্টুডিও । তাঁত, বালুচরী, কাঁথাস্টিচ , গরদ, পিওর সিল্ক, কাঞ্জিভরম,মহেশ্বরী মুর্শিদাবাদ এবং বাংলাদেশের সিল্ক, এবং নিজস্ব ঘরানার বিভিন্ন নকসার সম্ভার নিয়ে জয়ী আজ অল্প দিনেই বেশ সরগরম। বহু মহিলার পছন্দের পাশাপাশি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন ও বাংলা টেলিভিশনের পরিচালক লেখিকা লীনা গাঙ্গুলি, সঙ্গীত শিল্পী অনুশীলা বসু, সুছন্দা ঘোষ, লাজবন্তী রায়,বিজ্ঞানী ও সঙ্গীত শিল্পী তানিয়া দাস, অধ্যাপিকা ও নাট্য ব্যক্তিত্ব সুকৃতি লহোরী, বাঁচিক শিল্পী মধুমিতা বসু সহ আরো অনেকের আনাগোনা লেগেই থাকে জয়ীর শাড়ির টানে। সেই টানেই সম্প্রতি "জয়ী" ৫১/১বি বন্ডেল রোডের  "কলাভৃৎ "এর  স্টুডিওতে শাড়ির আঁচল মেলেছিল পুজো সম্ভার নিয়ে। শাড়ির আঁচলটাই অলঙ্কার জয়ীর সৃষ্টিকর্তা শিঞ্জিনী জানালেন। পুজোর আগে আরো অনেকের কাছে পৌঁছেতে আমরা ফেসবুক ভর করে শাড়ির সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। যা সকলের নিজের পছন্দের একটি শা...

আমরা আছি ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরনঃ

ছবি
 বাঘাযতীন আমরা আছি ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা  শিবির ও চশমা বিতরন কর্মসূচি হয়ে গেল গতকাল। এদিন ক্লাবের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের চক্ষু পরীক্ষা  করা হয় এবং  তাদের মধ‍্যে চশমা বিতরন করা হয়। আমরা আছি ক্লাবের মুখ‍্য পৃষ্ঠপোষক  পল্লব ঘোষ জানান  সারা বছর তারা নানা রকম  সেবা মূলক কাজ করে থাকেন তার অঙ্গ  হিসাবে এই চক্ষু পরীক্ষা  শিবির ও  চশমা বিতরন কর্মসূচি  গ্রহন করা হয়েছে। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  অভিনেত্রী  দোলন রায় ও প্রাক্তন  বিধায়ক শিখ মিত্র। অভিনেত্রী  দোলন রায় জানান পল্লব বাবুর ডাকে সাড়া দিয়ে তিনি সব সময়  এমন জনসেবা মূলক অনুষ্ঠানে  উপস্থিত  থাকেন এর জন‍্য তিনি পল্লব বাবুকে ধন‍্যবাদ জানান। অপর দিকে শিখা মিত্র বলেন পল্লব সারা বছর যে জনকল্যাণ মূলক কাজ গুলি করে তার জন‍্য তাকে ধন‍্যবাদ দেওয়া উচিত। এদিন স্থানীয় গনেশ মন্দির থেকে পল্লব বাবুর উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের প্রসাদ বিতরন করা হয়। 

বেলঘরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের দুর্গো পুজোর মন্ডোপে থাকছে বিবর্ণ প্রকৃতি :

ছবি
 যেকোন কিছুর মূল বা প্রকৃত রূপ বা অবস্থা, মূল বা প্রাথমিক পদার্থ নিয়েই প্রকৃতি। চারিদিকে ঘাস, গাছ পালা। আর পর্যাপ্ত পরিমান জলাশয়। আর নিয়েই একটি প্রকৃতির স্বাভাবিক বর্ননা। তবে আধুনিকতার ধাঁচে সেজে উঠছে প্রকৃতি। দিনে দিনে সবুজ লোপাট হচ্ছে বড় বড় অট্টালিকা কিংবা কারখানার গ্রাসে। প্রকৃতি হয়ে উঠেছে বিবর্ন। আর এই বিবর্ন প্রকৃতিকে ভাবনার মাধ্যমে মন্ডপ সজ্জায় সাজিয়ে তুলছে বেলঘরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব। তাদের এবছরের পুজোর থিম বিবর্ন প্রকৃতি। শিল্পী অতনু রায়ের উপস্থাপনায় বেলঘরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব পরিচালিত দুর্গপুজোর মন্ডোপ সাজবে বিবর্ন প্রকৃতি রুপে। প্লাস্টিক বর্জনের বার্তা তুলে দিতেও নানা রকম প্রতিকৃত বানিয়ে মন্ডপ সজ্জায় তা তুলে ধরা হবে। নিত্যদিন বাড়িতে ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে ফেলে দেওয়া জিনিস এবার মন্ডোপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে। যা এবছরের চমক থাকছে মন্ডোপ জুরে।   গত ৩৪ বছর ধরে নতুন নতুন ভাবনায় সেজে ওঠে বেলঘরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব পরিচালিত দুর্গপুজোর মন্ডোপ। প্রতি বছর থাকে নতুন কিছু চমক। আর এবছরো ব্যাতিক্রম কিছু নয়। অসচেতন সমাজকে সচেত...

লালবাজার ও নবান্নের নামে ২৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণা অভিযোগে গ্রেপ্তার এক*

ছবি
  স্বেচ্চাসেবী সংস্থার আড়ালে কখনো লালবাজারের আধিকারিকদের নাম করে কখনো নবান্নের নাম করে কয়েক দফায় প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে গ্রেপ্তার এক। লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকেরা গ্রেপ্তার করে অভিযুক্ত সঞ্জয় সুরেখাকে। ধৃতকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য রাজারহাটের বাসিন্দা রাজীব চৌধুরীর থেকে লালবাজার ও নবান্নের নাম করে কয়েক দফায়  আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত সঞ্জয় সুরেখা। অভিযোগকারী রাজীব চৌধুরি ঘটনা সম্পর্কে লালবাজার গুন্ডা দমন শাখার জয়েন্ট কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন, পাশাপাশি ঘটনার বিবরন জানিয়ে হেয়ার স্ট্রীট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন কোর্টে দাঁড়িয়ে রাজীব চৌধুরি অভিযোগ করে বলেন, বিগত দিনে আমার বিরুদ্ধে ওঠা ভূয়ো মামলা থেকে আইনী পরামর্শ ও মামলার নাম করে কখনো লালবাজারের আধিকারিকের নাম করে তো কখনো নবান্নের আধিকারিকদের নাম করে কয়েক দফায় নগত ও ব্যাঙ্ক মারফত প্রায় ২৫লক্ষ টাকা আমার ও আমার মায়ের কাছ থেকে হাতিয়ে নেয় সঞ্জয় সুরেখা। এছাড়াও সঞ্জয় সুরে...

বর্ধমানে সিপিএম কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পানিহাটিতে সিপিএমের মিছিলঃ

ছবি
 বর্ধমানে সিপিএম কর্মীদের ওপর পুলিশি অত‍্যাচার  ও কেন্দ্রীয় কমিটির সদস‍্য  আভাস রায়চৌধুরির গ্রেপ্তারের প্রতিবাদে  আজ পানিহাটিতে সিপিএমের তরফ থেকে  এক মহা মিছিলের আয়োজন করা হয়। এদিন এই প্রতিবাদ মিছিলে পা মেলান স্থানীয় এলাকার সমস্ত সিপিএমের  কর্মী সমর্থকরা। এদিন মিছিলে উপস্থিত  ছিলেন সিপিএমের  জেলা কমিটির সদস‍্য অর্নিবান  ভট্টাচার্য্য, পানিহাটি ১নং এরিয়া কমিটির সম্পাদক  মানিক পাল। জেলা কমিটির আর এক সদস‍্য শুভব্রত চক্রবর্তী প্রমুখ।  এদিন মিছিল শেষে  জেলা কমিটির সদস‍্য অনির্বান ভট্টাচার্য্য  জানান বর্তমানে এ রাজ‍্যে গুন্ডা রাজ চলছে আর তার প্রতিবাদ করলে সরকার পুলিশ দিয়ে সিপিএমের  কর্মী সমর্থক নেতাদের র্নিমম ভাবে অত‍্যাচার শুধু  তাই নয় গ্রেপ্তার  করে হেনস্থা  করা হচ্ছে। তিনি আরো বলেন অবিলম্বে  এই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর উচিত পদত‍্যাগ করা। অন‍্যায়ের বিরুদ্ধে  বামেদের লড়াই চলছে চলবে বলেও জানান অর্নাবান বাবু।

অভীক রায়ের "মাস্টারমশাই"আসছে*

ছবি
জীবনে চলার পথে পড়াশোনা ভীষন জরুরী, মেধাবী ছাত্র মানেই ভালো মানুষ হওয়া নয় ।  সত্যিকারের মানুষ হতে গেলে চাই চরিত্র গঠন, আর তা দিতে  পারেন এক জন শিক্ষক, মেধা গুরুত্ব পায় তখন যখন মানুষের কাজে লাগে। অনিরুদ্ধ সান্যাল, এক দশম শ্রেণির ছাত্র যার পড়াশোনায় মন নেই একদম। সারাদিন খেলা ধুলো আর ঘুড়ি  ওড়ানো যার কাজ।  অনির বাবা নিয়ে আসে এক জাঁদরেল মাস্টারমশাইকে, অনি কে শাসন করে মানুষ করে তোলার জন্য। কিন্তু সেটাতে আরও হীতে বিপরীত হয়ে যায়। ওর আর কিছুতেই মন ছিলনা। তারপর জ্যাঠামশাই নিয়ে আসেন আরেক মাস্টারমশাইকে,যে অনির পুরো জীবনটাই পালটে দেয়। কীভাবে পাল্টায় তা নিয়েই ছবির গল্পের চিত্র গড়ে উঠেছে। ছবিতে অভিনয় করেছেন  কৌশিক সেন , দেবদূত ঘোষ  মৌমিতা চক্রবর্তী গৌরীনাথ ব‍্যানাজী, অমিত গাঙ্গুলি, সাগরিকা রায়  ,পল্লব কীর্তনীয়া ,উত্তম দত্ত, এবং মা:নীলাদ্রি ঘোষ সহ আরো অনেকে। অভীক রায়ের সঙ্গীতায়োজনে ছবির গান গুলি গেয়েছেন ইন্দ্রানী সেন, সাসা ঘোষাল, ও চন্দ্রাবলী রুদ্র। সানি প্রোডাকশনের । নিবেদনে, শিব প্রাসাদ মণ্ডলের প্রযোজনায় আগ...

ডক্টরস্ এক্সসেলেন্স অ্যাওয়ার্ড ২০২২ :

ছবি
ভগবানের পর যাদেরকে আমরা আমাদের জীবনে স্থান দিই তারা হলেন ডাক্তার। তাদেরই নিয়ন্ত্রণ প্রয়াসে নতুন জীবন পাই আমরা। এবার সেই সব ডাক্তারদের সম্মাননা জ্ঞাপনের প্রয়াস। উদ্যোগে এস এস মিডিয়া এন্ড প্রোডাকশন। শনিবার তাদের উদ্যোগে আয়োজিত হল ডক্টর এক্সসেলেন্স অ্যাওয়ার্ড ২০২২। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এই সব মানুষদের যে অবদান তাকে কুর্নিশ জানাতেই এই এওয়ার্ডের আয়োজন বলে জানালেন উদ্যোক্তা শুভাশিস সাহা। শুধু তাই নয়  স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রকে উৎসাহিত করতেও এবং এই ক্ষেত্রে যাতে আরো নতুন চিন্তা ভাবনা এবং উদ্ভাবন হয় সেটার ওপরও নজর দেন উদ্যোক্তারা।  এবছর খ্যাতনামা চিকিৎসক রূপালি বসুর প্রধানঅতিথি হিসাবে উপস্থিতিতে এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন স্ত্রী রোগ  বিশেষজ্ঞ  ডা: জয়ন্ত কুমার গুপ্ত ও বিশেষ সম্মানে ভূষিত হলেন ডা: সুচেতনা সেনগুপ্ত। এছাড়া এস এস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন কর্তৃক আয়োজিত ডক্টরস অ্যাওয়ার্ড ২২  প্রদান করা হলো ডক্টর ইন্দ্রনীল মুখোপাধ্যায়,  ডক্টর সঞ্জয় সেন, ডক্টর সায়ন্তনী সেনগুপ্ত, ডক্টর সুপর্ণা ব্যানার্জি, ডক্টর ক্যামিলা...