পথ শিশুদের মধ‍্যে নতুন বস্ত্রবিতরনের মাধ‍্যমে হাসি ফোটালেন পুলিশকাকু বাপন দাসঃ

 

কথায় বলে মানুষ মানুষের জন‍্য আর সেটাই  বারে বারে প্রমান করে চলেছেন পুলিশ কর্মী বাপন দাস। সারা বছর নিজের বেতনের টাকায় কিছু না কিছু সমাজসেবা মুলক কাজ করেন তিনি। এবারেও তার ব‍্যাতিক্রম হলো না।  মহালয়ার  সকালে  কলেজ স্ট্রীট, সাদার্ন এভিনিউ, এম জি রোড প্রভৃতি এলাকার ফুটপাত বাসী পথ শিশুদের  পূজোয় নতুন  জামা তুলে দেন বাপন বাবু। পাশাপাশি  ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির  উদ্দেশ্যে  ফুটপাত বাসীদের মধ‍্যে মশারি বিতরন করেন। বাপন বাবু বলেন  সারা বছর ধরে বেতনের টাকার কিছুটা জমিয়ে পথ শিশুদের  পূজোর জামা তুলে দেওয়ার আনন্দ কোন কিছুর থেকে কম নয়। আর নন্দীনী কাশেমের মতো পথ শিশুরা তাদের প্রিয় পুলিশ কাকুর কাছ থেকে পূজোর জামা পেয়ে  সত‍্যি আনন্দিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **