আমরা আছি ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরনঃ

 বাঘাযতীন আমরা আছি ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা  শিবির ও চশমা বিতরন কর্মসূচি হয়ে গেল গতকাল। এদিন ক্লাবের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের চক্ষু পরীক্ষা  করা হয় এবং  তাদের মধ‍্যে চশমা বিতরন করা হয়। আমরা আছি ক্লাবের মুখ‍্য পৃষ্ঠপোষক  পল্লব ঘোষ জানান  সারা বছর তারা নানা রকম  সেবা মূলক কাজ করে থাকেন তার অঙ্গ  হিসাবে এই চক্ষু পরীক্ষা  শিবির ও  চশমা বিতরন কর্মসূচি  গ্রহন করা হয়েছে। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  অভিনেত্রী  দোলন রায় ও প্রাক্তন  বিধায়ক শিখ মিত্র। অভিনেত্রী  দোলন রায় জানান পল্লব বাবুর ডাকে সাড়া দিয়ে তিনি সব সময়  এমন জনসেবা মূলক অনুষ্ঠানে  উপস্থিত  থাকেন এর জন‍্য তিনি পল্লব বাবুকে ধন‍্যবাদ জানান। অপর দিকে শিখা মিত্র বলেন পল্লব সারা বছর যে জনকল্যাণ মূলক কাজ গুলি করে তার জন‍্য তাকে ধন‍্যবাদ দেওয়া উচিত।
এদিন স্থানীয় গনেশ মন্দির থেকে পল্লব বাবুর উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের প্রসাদ বিতরন করা হয়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**